AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ছোট অঙ্কের লেনদেনে UPI-এর বদলে ব্যবহার করুন UPI ওয়ালেট, পাবেন এই বিশেষ সুবিধাগুলি

UPI and UPI Wallet: চায়ের দামের মতো ছোট ছোট পেমেন্টের ক্ষেত্রে UPI ব্যবহার করেন? তার বদলে ব্যবহার করুন UPI ওয়ালেট। পাবেন অনেক সুবিধা।

ছোট অঙ্কের লেনদেনে UPI-এর বদলে ব্যবহার করুন UPI ওয়ালেট, পাবেন এই বিশেষ সুবিধাগুলি
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: May 04, 2023 | 7:40 AM
Share

নয়া দিল্লি: বর্তমানে, ডিজিটাল পেমেন্টের জন্য অধিকাংশ মানুষই ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই ব্যবহার করেন। মুদি দোকান থেকে রেস্তোরাঁ, শপিং মল, সিনেমা, থিয়েটার, সর্বত্র রয়েছে কিউআর কোড। মোবাইল ফোন দিয়ে সেই কিউআর কোড স্ক্যান করলেই অর্থ প্রদান করা যায়। আর, UPI লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের সবচেয়ে পছন্দের বিকল্প হল কোনও UPI অ্যাপের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া বা এনপিসিআই (NPCI)-এর তথ্য তাই বলছে। এই অবস্থায়, ৩১ মার্চ থেকে ওয়ালেটের মতো সমস্ত প্রিপেইড পেমেন্ট ডিভাইসগুলির UPI-এর সঙ্গে ইন্টারঅপারেবল হওয়া বাধ্যতামূলক করেছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া বা আরবিআই।

এর জন্য আপনাকে টপ-আপের মাধ্যমে আপনার মোবাইল ওয়ালেটে কিছু টাকা রাখতে হবে। ওয়ালেট থেকে অর্থ প্রদান করলে, সেই অর্থ সরাসরি আপনার ওয়ালেট থেকেই কেটে নেওয়া হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত লেনদেনের ক্ষেত্রে টাকা কাটা হত ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে নয়। বর্তমানে, Paytm, PhonePe এবং Amazon Pay-সহ বেশ কিছু জনপ্রিয় পেমেন্ট অ্যাপ ওয়ালেটের সুবিধা দেয়। ২০২২ সালে, এনপিসিআই UPI Lite অ্যাপ চালু করেছে। এটি একটি ‘অন-ডিভাইস’ ওয়ালেট। ওয়ালেট থেকে অর্থপ্রদানের জন্য, যাকে অর্থ দিচ্ছেন তিনি যে অ্যাপ ব্যবহার করেন, আপনি সেই একই অ্যাপই ব্যবহার না করলেও চলবে। ইন্টারঅপারেবল কিউআর কোড এই অর্থপ্রদানের প্রক্রিয়াকে অনেক বেশি সহজ করে তুলেছে।

UPI এবং UPI ওয়ালেটের মধ্যে পার্থক্য

গত কয়েক বছর ধরে, কোটি কোটি ভারতীয় UPI ব্যবহার করছেন। দৈনন্দিন জীবনে চা খাওয়ার মতো অনেক ছোট ছোট মূল্যের লেনদেনের জন্যও অনেকে UPI ব্যবহার করে থাকেন। কিন্তু, যতবার ব্যাঙ্ক-টু-ব্যাঙ্ক UPI ট্রান্সফার ব্যবহার করা হয়, ততবারই সেভিংস অ্যাকাউন্টের UPI পিন লিখতে হয়। এই সমস্ত লেনদেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণেও প্রতিফলিত হয়। এই ছোট ছোট লেনদেনের পরিমাণ বেশি হলে, ব্যাঙ্ক স্টেটমেন্ট এতটাই বিশৃঙ্খল হয়ে ওঠে যে, প্রয়োজনের সময় তা ব্যবহার করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

প্রয়োজন নেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের 

UPI ওয়ালেটে ডিভাইস বাইন্ডিংয়ের মতো উন্নত সিকিওরিটি ফিচার রয়েছে। এর ফলে, UPI অ্যাকাউন্টটি শুধুমাত্র একটি নির্দিষ্ট ডিভাইস থেকেই অ্যাক্সেস করা যায়। যেহেতু বহু মানুষ সব ধরনের লেনদেনের জন্য বর্তমানে UPI-এর উপর নির্ভর করছেন, তাই অনেক সময় ব্যাঙ্ক-টু-ব্যাঙ্ক ট্রান্সফারের সময় সার্ভার ফেইলড দেখায়। UPI ওয়ালেট, প্রতিবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অর্থ স্থানান্তর না করেই অর্থপ্রদান করার সুবিধা দেয়।

ক্রেডিট কার্ড দিয়েও UPI ওয়ালেট রিচার্জ করা যায়

ক্রেডিট কার্ড দিয়েও এই ওয়ালেট রিচার্জ করা যায়। হতে পারে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত তহবিল নেই। কেনাকাটার জন্য ক্রেডিট কার্ড ব্যবহার করতে হবে। ধরা যাক দোকানে কোনো POS মেশিন নেই এবং একমাত্র বিকল্প হল কিউআর কোড স্ক্যান করা এবং UPI এর মাধ্যমে অর্থপ্রদান করা। এই ক্ষেত্রে সহজেই ক্রেডিট কার্ড দিয়ে ওয়ালেট রিচার্জ করে অর্থপ্রদান করা যায়।