500 Note: জাল ৫০০ টাকার নোট কেমন দেখতে? RBI গভর্নরের স্বাক্ষর নিয়ে বড় ঘোষণা PIB-র

500 Rupee note: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি মেসেজে বলা হয়েছে যে, ৫০০ টাকার নোটে সবুজ স্ট্রিপটি যদি আরবিআই গভর্নরের স্বাক্ষরের পাশে না থেকে গান্ধীজির ছবির কাছে থাকে, তাহলে সেটি নেওয়া উচিত নয়।

500 Note: জাল ৫০০ টাকার নোট কেমন দেখতে? RBI গভর্নরের স্বাক্ষর নিয়ে বড় ঘোষণা PIB-র
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 26, 2023 | 12:19 AM

নয়া দিল্লি: ৫০০ টাকার (Rs. 500 Note) নোট নিয়ে বড় খবর। ২০০০ টাকার নোট বন্ধ হতে চলেছে। ফলে বাজারে জাল নোটের আধিক্য বেড়েছে। এমতাবস্থায় ৫০০ টাকার নোট নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যে ৫০০ টাকার নোট নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের মেসেজ ভাইরাল হয়েছে। সম্প্রতি ৫০০ টাকার নোটে RBI-এর গভর্নরের স্বাক্ষর সংক্রান্ত একটি মেসেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা নিয়ে জনমানসে উদ্বেগ ছড়িয়েছে। এবার এই মেসেজের সত্যতা সম্পর্কে জানিয়েছেন PIB।

ভাইরাল হওয়া মেসেজে কী বলা হয়েছে?

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি মেসেজে বলা হয়েছে যে, ৫০০ টাকার নোটে সবুজ স্ট্রিপটি যদি আরবিআই গভর্নরের স্বাক্ষরের পাশে না থেকে গান্ধীজির ছবির কাছে থাকে, তাহলে সেটি নেওয়া উচিত নয়। অর্থাৎ সেই নোটটি জাল বলেই উল্লেখ করা হচ্ছে মেসেজে। ভাইরাল হওয়া এই মেসেজের মাধ্যমে মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এর সত্যতা জানিয়েছে পিআইবি।

PIB-র বার্তা

PIB-র তরফে ৫০০ টাকার নোটে সবুজ স্ট্রিপ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া মেসেজটি সম্পূর্ণ ভুয়ো বলে জানানো হয়েছে। আরবিআই এবং পিআইবি স্পষ্টভাবে জানিয়েছে যে, দুই ধরনের নোটই বৈধ। জনগণকে এই ধরনের বিষয়ে কান না দেওয়ার এবং বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে পিআইবি।