Bank FD: ১ বছরের জন্য টাকা Fixed Deposit করতে চান? কোন ব্যাঙ্কে পাবেন সবথেকে বেশি সুদ, দেখে নিন
Fixed Deposit: দেশের অধিকাংশ ব্যাঙ্ক এক বছরের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার প্রায় একই রাখে। তবে যদি ভালভাবে দেখেন, তবে শতাংশের সামান্য ফারাক থাকে। এই সামান্য ফারাকও জমা অর্থে বড় প্রভাব ফেলতে পারে।

নয়া দিল্লি: হাতে বেশ কিছু টাকা আসলে অনেকেই সেই টাকা খরচ করার বদলে জমিয়ে রাখতে পছন্দ করেন। তবে যারা বুদ্ধিমান বিনিয়োগকারী, তারা এই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেলে রাখেন না, তারা সেই টাকা কোনও স্কিমে বিনিয়োগ করেন। এরমধ্যে অন্যতম সহজ অপশন হল ফিক্সড ডিপোজিট। পরে প্রয়োজন পড়তে পারে, একথা ভেবে অনেকে আবার বেশি বছর টাকা জমা রাখতে চান না ফিক্সড ডিপোজিটে। যদি আপনি এক বছরের জন্য টাকা ফিক্সড ডিপোজিট করতে চান, তবে কোন ব্যাঙ্কে সবথেকে বেশি সুদ পাবেন?
দেশের অধিকাংশ ব্যাঙ্ক এক বছরের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার প্রায় একই রাখে। তবে যদি ভালভাবে দেখেন, তবে শতাংশের সামান্য ফারাক থাকে। এই সামান্য ফারাকও জমা অর্থে বড় প্রভাব ফেলতে পারে, বিশেষ করে মোটা অঙ্ক জমা করলে, সুদের হারে তার রিটার্নও বেশি হয়। সাধারণত ফিক্সড ডিপোজিটে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সুদের হার বেশি হয় সাধারণ গ্রাহকদের তুলনায়।
কোন ব্যাঙ্কে সুদ কত?
দেশের অন্যতম বড় ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank) ১ বছরের ফিক্সড ডিপোজিটে ৬.২৫ শতাংশ হারে সুদ দেয় গ্রাহকদের। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই সুদের হার ৬.৭৫ শতাংশ।
আইসিআইসিআই ব্যাঙ্কেও ১ বছরের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৬.২৫ শতাংশ। প্রবীণ নাগরিকরা ৬.৭৫ শতাংশ হারে সুদ পান ফিক্সড ডিপোজিটে। কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কেও সুদের হার একই।
স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়াও ১ বছরের ফিক্সড ডিপোজিটে ৬.২৫ শতাংশ হারে সুদ দেয়। প্রবীণ নাগরিকরা ৬.৭৫ শতাংশ হারে সুদ পান। ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়ার সুদের হারও একই।
ফেডেরাল ব্যাঙ্কে আবার সুদের হার সামান্য বেশি। ১ বছরের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৬.৪০ শতাংশ। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সুদের হার ৬.৯০ শতাংশ।

