Post Office Scheme: বিন্দুমাত্র ঝুঁকি নেই, ৫ বছরেই পাবেন ৭ লক্ষ টাকা, এই স্কিম সম্পর্কে জানেন?
Investment Plan: পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমের মেয়াদ ৫ বছরের। এই মেয়াদ পূরণের পর আরও ৫ বছর স্কিমের মেয়াদ বাড়াতে পারেন। বর্তমানে পোস্ট অফিসের আরডি স্কিমে ৬.৭ শতাংশ হারে সুদ পাওয়া যায়।

নয়া দিল্লি: ভবিষ্যৎ সুরক্ষিত করতে অর্থ সঞ্চয় করা খুব জরুরি। সন্তানদের পড়াশোনা, বাড়ি তৈরি, অবসর পরিকল্পনা- সবকিছুর জন্য অর্থের প্রয়োজন। তবে অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে সকলেই এমন বিনিয়োগ করতে চান, যেখানে ভাল রিটার্নও পাওয়া যাবে, আবার ঝুঁকিও থাকবে না। যদি এমন কোনও বিনিয়োগ প্রকল্প খোঁজেন, তবে সবথেকে ভাল অপশন হল পোস্ট অফিস বিনিয়োগ।
বিনিয়োগের ক্ষেত্রে অনেকেই পোস্ট অফিসকে নিরাপদ অপশন বলে মনে করেন। এতে যেমন বেসরকারি ব্যাঙ্কের তুলনায় ভাল রিটার্ন পাওয়া যায়, তেমনই সরকারি স্কিম হওয়ায় এতে কোনও ঝুঁকি থাকে না। এমনই একটি অপশন হল পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিম। এই স্কিমে মাত্র ৫ বছরে ৭ লক্ষ টাকা পর্যন্ত জমাতে পারেন।
পোস্ট অফিস আরডি স্কিম হল একটি সঞ্চয় প্রকল্প, যেখানে আপনি প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ জমা করতে পারেন। প্রতি ত্রৈমাসিকে সুদের হার পর্যালোচনা করা হয়। এরফলে দ্রুত অর্থ বৃদ্ধি হয়। এই স্কিমে প্রতি মাসে মাত্র ১০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করতে পারেন। আপনি যদি প্রতি মাসে ১০,০০০ টাকা জমা করেন, তাহলে ৫ বছরে আপনার মোট জমা অর্থের পরিমাণ হবে ৬ লক্ষ টাকা। এর উপরে সুদ বাবদ ১ লক্ষ ১৩ হাজার ৬৫৯ টাকা পাবেন। সব মিলিয়ে মোট ৭ লক্ষ ১৩ হাজার ৬৫৯ টাকা পেতে পারেন।
পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমের মেয়াদ ৫ বছরের। এই মেয়াদ পূরণের পর আরও ৫ বছর স্কিমের মেয়াদ বাড়াতে পারেন। বর্তমানে পোস্ট অফিসের আরডি স্কিমে ৬.৭ শতাংশ হারে সুদ পাওয়া যায়।
এই স্কিমের আরেকটি ভাল দিক হল, যদি হঠাৎ টাকার প্রয়োজন হয়, তাহলে এক বছর পর আপনি জমা অর্থের পরিমাণের ৫০ শতাংশ পর্যন্ত তুলে নিতে পারবেন।

