PPF নাকি Fixed Deposit- কোন প্রকল্পে বিনিয়োগ আপনার জন্য সেরা? জেনে নিন
Investment: আপনার আয় এবং ভবিষ্যতের চাহিদা ও লক্ষ্যের উপর নির্ভর করেই সঞ্চয় প্রকল্প বেছে নেওয়া উচিত। এবার আপনার জন্য কোনটা সেরা অপশন হবে অর্থ সঞ্চয়ের, তা জানার জন্য এই বিনিয়োগ প্রকল্পগুলি সম্পর্কে আগে জেনে নেওয়া দরকার।

নয়া দিল্লি: বর্তমান সময়ে দাঁড়িয়ে ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে আর্থিক সঞ্চয় বাধ্যতামূলক। আর সঞ্চয়ের কথা ভাবলেই ভারতীয়দের মনে দুটি অপশনই আসে। এক, পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ এবং দুই, ফিক্সড ডিপোজিট। এবার কোন খাতে টাকা জমালে বেশি লাভ, তা অনেকেই বুঝে উঠতে পারেন না। আসলে আপনার আয় এবং ভবিষ্যতের চাহিদা ও লক্ষ্যের উপর নির্ভর করেই সঞ্চয় প্রকল্প বেছে নেওয়া উচিত। এবার আপনার জন্য কোনটা সেরা অপশন হবে অর্থ সঞ্চয়ের, তা জানার জন্য এই বিনিয়োগ প্রকল্পগুলি সম্পর্কে আগে জেনে নেওয়া দরকার।
পাবলিক প্রভিডেন্ট ফান্ড-
পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ হল সরকার সমর্থিত বিনিয়োগ তথা কর সঞ্চয়ের প্রকল্প। এই প্রকল্পে বিনিয়োগ করলে একদিকে যেমন ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে, তেমনই আবার কর্মরত থাকাকালীন কর সঞ্চয়ের সুবিধাও পাওয়া যাবে। পিপিএফ অ্যাকাউন্টে টাকা জমা রাখার ন্যূনতম মেয়াদ ১৫ বছর। এরপরে তার মেয়াদ আপনি আরও ৫ বছর বাড়াতে পারেন।
এই বিনিয়োগ প্রকল্পে আপনি বার্ষিক ন্যূনতম ৫০০ টাকা ও সর্বাধিক দেড় লক্ষ টাকা জমা রাখতে পারেন। এই টাকা আপনি একবারে বা সর্বাধিক ১২ কিস্তিতে জমা রাখতে পারেন। বছরে দেড় লক্ষ টাকা অবধি জমা রাখলে আপনাকে কোনও আয়কর দিতে হবে না। আয়কর আইন ১৯৬১-র ৮০সি সেকশনের অধীনে পিপিএফের সুদ ও ম্যাচুরিটির পর যে অর্থ পাওয়া যাবে, তাতে আয়কর ছাড় পাওয়া যায়। বর্তমানে বছরে ৭.১ শতাংশ হারে সুদ দেওয়া হয় পিপিএফ-এ।
ফিক্সড ডিপোজিট-
সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাঙ্কেই ফিক্সড ডিপোজিটের সুবিধা পাওয়া যায়। বিনিয়োগের ক্ষেত্রে অন্যতম সুরক্ষিত প্রকল্প মনে করা হয় ফিক্সড ডিপোজিট-কে। বিভিন্ন ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে সুদের হারও ভিন্ন হয়। ফিক্সড ডিপোজিটের মেয়াদ বিভিন্ন ধরনের হয়। ৭ দিন থেকে শুরু করে সর্বাধিক ১০ বছর অবধি ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করতে পারেন। আপনি প্রতি মাসে বা ৬ মাস অন্তর কিংবা বার্ষিক হারে বিনিয়োগ ও তার সুদ পেতে পারেন। এছাড়া প্রবীণ নাগরিকদের জন্য ফিক্সড ডিপোজিটে সুদের হারও বেশি। ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রেও আপনি আয়করে ছাড় পেতে পারেন।