AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sundar Pichai on PM Modi: ‘মেক ইন ইন্ডিয়া’-তে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী, AI নিয়েও কথা বলেছেন: পিচাই

Sundar Pichai on PM Modi: নিউইয়র্কে টেকনোলজি সংস্থাগুলির সিইও-দের সঙ্গে বৈঠকে মেক ইন ইন্ডিয়া ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আলোচনা হয়। সুন্দর পিচাই বলেন, "ভারতে পণ্য উৎপাদনের জন্য প্রধানমন্ত্রী আমাদের উৎসাহিত করেন। আমরা গর্বিত যে আমাদের পিক্সেল ফোন এখন ভারতে তৈরি হয়।"

Sundar Pichai on PM Modi: 'মেক ইন ইন্ডিয়া'-তে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী, AI নিয়েও কথা বলেছেন: পিচাই
সুন্দর পিচাই (বাঁদিকে), নরেন্দ্রে মোদী (ডানদিকে), ফোটো সৌজন্য- PTI
| Updated on: Sep 23, 2024 | 4:01 PM
Share

নিউইয়র্ক: ভারতে উৎপাদন হবে। বিক্রি হবে বিশ্বজুড়ে। ২০১৪ সালে প্রথমবার ক্ষমতায় এসেই এই স্বপ্ন দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে শুরু করেন ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্প। দেশ-বিদেশের বিনিয়োগকারীদের ভারতে কারখানা খোলার আহ্বান জানান তিনি। ভারতে পণ্য উৎপাদন করে বিশ্ববাজারে বিক্রির আবেদন জানান। সেই ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পকে আরও ছড়িয়ে দিতে এবার আমেরিকার মাটিতে বিশ্বের বিভিন্ন টেকনোলজি সংস্থার সিইও-দের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকে ছিলেন গুগলের সিইও সুন্দর পিচাই। প্রধানমন্ত্রীর দৃরদৃষ্টিতে অভিভূত তিনি। বৈঠক শেষে গুগলের সিইও বলেন, ভারতে পণ্য উৎপাদনে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

নিউইয়র্কে টেকনোলজি সংস্থাগুলির সিইও-দের সঙ্গে বৈঠকে মেক ইন ইন্ডিয়া ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আলোচনা হয়। সুন্দর পিচাই বলেন, “ভারতে পণ্য উৎপাদনের জন্য প্রধানমন্ত্রী আমাদের উৎসাহিত করেন। আমরা গর্বিত যে আমাদের পিক্সেল ফোন এখন ভারতে তৈরি হয়।”

কৃত্রিম বুদ্ধিমত্তার উপযোগিতা নিয়েও বৈঠকে আলোচনা হয়। গুগলের সিইও বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে মানুষের উপকারে লাগে, তা নিয়ে তিনি ভাবছেন। তবে তিনি নিশ্চিত করতে চাইছেন, এআই যেন ভারতবাসীর সেবায় লাগে।” সুন্দর পিচাই জানান, এআই ক্ষেত্রে ভারতে বিনিয়োগ করেছে গুগল।

বিভিন্ন সংস্থার সিইওদের সঙ্গে বৈঠকের পর এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী মোদী লেখেন, “প্রযুক্তির ব্যবহার নিয়ে সিইওদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।”