Indian Railway Rules: হাতে টিকিট নিয়ে ট্রেনে উঠেছেন, তারপরও দিতে হতে পারে জরিমানা, কোন ক্ষেত্রে এমনটা হয়
Indian Railway Rules: হিসেব বলে ভারতীয় রেলে প্রতিদিন যত যাত্রী যাতায়াত করেন, সেই সংখ্যা প্রায় অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যার সমান। মোট ৭০০ স্টেশনে চলাচল করে ২২০০০ ট্রেন। এই সমস্ত ট্রেনে বিনা টিকিটে যাতায়াত করলে দিতে হয় জরিমানা।
নয়া দিল্লি: রেলের নিজস্ব বেশ কিছু নিয়ম আছে। নিয়ম ভাঙলে বিভিন্ন শাস্তির ব্যবস্থাও আছে। যেমন ধরা যাক বিনা টিকিটে যাত্রা করছেন, ধরতে পারলেই জরিমানা নেয় রেল। কোনও কোনও নিয়মের ক্ষেত্রে জেলের শাস্তিও হয়ে থাকে। কী কী পণ্য নিয়ে ট্রেনে উঠবেন তারও নিয়ম বাঁধা হয়েছে রেলের তরফে। তবে এ কথা অনেকেই জানেন না, কোনও কোনও ক্ষেত্রে নিয়ম না মানা হলে, টিকিট নিয়ে ওঠার পরও দিতে হতে পারে জরিমানা।
ভারতীয় রেলের পরিধি সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। হিসেব বলে ভারতীয় রেলে প্রতিদিন যত যাত্রী যাতায়াত করেন, সেই সংখ্যা প্রায় অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যার সমান। মোট ৭০০ স্টেশনে চলাচল করে ২২০০০ ট্রেন। এই সমস্ত ট্রেনে বিনা টিকিটে যাতায়াত করলে দিতে হয় জরিমানা। তবে টিকিট থাকলেও দিতে হতে পারে জরিমানা।
অনেক সময় দেখা যায়, পুরুষ যাত্রীরা টিকিট কেটে মহিলাদের জন্য সংরক্ষিত কামরায় প্রবেশ করে। ভিড় এড়ানোর জন্য অনেকেই এটা করে থাকেন। এটাও রেলের নিয়ম লঙ্ঘন করে। রেলের আইনে এটা অপরাধ। এ ক্ষেত্রে রেল আইনের ১৬২ ধারা অনুযায়ী শাস্তি দেওয়া হয়। বিপুল সংখ্যক যাত্রীর মধ্যে কোন কামরায় কে যাত্রা করছেন, তা হয় ১০০ শতাংশ খুঁজে বের করা সম্ভব হয় না, তবে ধরা পড়লে কোনও ছাড় নেই, গুনতে হবে জরিমানা।