Digital FD: ডিজিটাল FD পরিষেবা চালু করল এই বেসরকারি ব্যাঙ্কে, জেনে রাখুন ৪ সুবিধা
Digital FD: ডিজিটাল FD (Digital Fixed Deposits) পরিষেবা চালু করল RBL ব্যাঙ্ক (RBL Bank)। অনলাইনেই এবার থেকে খুব সহজে এফডি খুলতে পারেন গ্রাহকরা। পাশাপাশি বিমা কভার সহ একাধিক সুবিধা পেতে পারেন গ্রাহকরা।
দেশের বেসরকারি ব্যাঙ্ক আরবিএল (RBL Bank)। এই বেসরকারি ব্যাঙ্ক তাদের গ্রাহকদের জন্য ডিজিটাল ফিক্সড ডিপোজিট (Digital Fixed Deposit) চালু করার ঘোষণা করেছে। এর ফলে গ্রাহকরা শাখায় না গিয়ে মিনিটের মধ্যে ডিজিটাল এফডি করতে পারেন। এক্ষেত্রে এই ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট না থাকলেও খোলা যাবে এফডি। RBL ব্যাঙ্কের শাখা ও ব্যবসায়িক ব্যাঙ্কিং প্রধান দীপক গাধিয়ান বলেছেন,ব্যাঙ্ক নতুন গ্রাহকদের জন্য ডিজিটাল ফিক্সড ডিপোজিট শুরু করেছে। এটি বর্তমান যুগের ব্যাঙ্কিং সমাধানগুলির একটি অংশ হয়ে উঠেছে। অনলাইন ফিক্সড ডিপোজিট হল একটি নিরাপদ এবং নির্ভরযোগ্য বিনিয়োগের একটি মাধ্যমে। এর মাধ্যমে গ্রাহকরা আরও ভাল রিটার্ন পেতে পারেন এবং সময়ের সঙ্গে সঙ্গে আরও বেশি সঞ্চয় করতে পারেন।
RBL অনলাইন ডিজিটাল FD-র সুবিধা:
- এই ব্যাঙ্কের অনলাইন এফডিগুলিতে বেশ কিছু অতিরিক্ত সুবিধা পাওয়া যায়। যেমন এমবেডেড বিমা কভার, সহজে সেভিংস অ্যাকাউন্ট খোলা, নিজের বিনিয়োগ ট্র্যাকিং এবং ডিজিটাল উপায়ে এফডি পরিচালনা করার সুবিধা।
- FD হোল্ডাররা হসপিটাল ডেইলি ক্যাশ বেনিফিট পলিসির অধীনে বিমা কভার বেছে নিতে পারেন। এতে হাসপাতালের খরচের জন্য দৈনিক নগদ টাকা পাবেন আপনি।
- গ্রাহকরা তাঁদের FD রসিদ অনলাইনে দেখতে RBL Bank MoBank অ্যাপ ডাউনলোড করতে পারেন।
- একটি অনলাইন কেওয়াইসি প্রক্রিয়ার মাধ্যমে ডিজিটাল এফডি করা যাবে। এর ফলে গ্রাহকরা কোনও ঝঞ্ঝাট ছাড়াই খুব সহজে এফডি খুলতে পারেন।
তিনটি সহজ ধাপে খোলা যাবে এফডি:
- আধার লিঙ্কযুক্ত মোবাইল নম্বর এবং PAN-র বিশদ তথ্য দিন
- ভিডিয়ো KYC ব্যবহার করে KYC স্টেটাস পূরণ করুন
- অনলাইন পেমেন্ট পদ্ধতি ব্যবহার করে FD-র জন্য টাকা দিন
কত আয় হবে?
১৫ মাস থেকে ৭২৫ দিনের মেয়াদের জন্য ৭.৮ শতাংশ পর্যন্ত সুদের হার মিলবে। RBL ব্যাঙ্কের ডিজিটাল FD বিনিয়োগকারীদের একটি আকর্ষণীয় বিনিয়োগ বিকল্প অফার করছে।