একবার রিচার্জ করেই ভুলে যান…১৪ মাসের ভ্যালিডিটিতে BSNL যা যা অফার দিচ্ছে, পাত্তাও পাবে না JIO-Airtel
BSNL Recharge: মাসে মাসে রিচার্জ করা অনেক ঝক্কির। হঠাৎ ভ্যালিডিটি শেষ হয়ে গেলে ফোন-মেসেজ কিছুই যায় না। তখন চরম সমস্যায় পড়েন গ্রাহকরা। এই জন্য টেলিকম সংস্থাগুলি এক বছর বা ৩৬৫ দিনের মেয়াদের রিচার্জও আনে। বিএসএনএল এমনই এক রিচার্জ প্যাক এনেছে।
নয়া দিল্লি: সরকারি টেলিকম কোম্পানি বিএসএনএল-র উপরে বহু যুগ ধরে আস্থা সাধারণ মানুষের। লক্ষাধিক গ্রাহকও রয়েছে বিএসএনএলের। গত বছরের মাঝামাঝি সময় থেকে গ্রাহক সংখ্যাও বেড়েছে লাফিয়ে লাফিয়ে। এবার গ্রাহকদের খুশি করতেই নতুন বছরে ধামাকা অফার নিয়ে এল বিএসএনএল। কী সেই অফার?
মাসে মাসে রিচার্জ করা অনেক ঝক্কির। হঠাৎ ভ্যালিডিটি শেষ হয়ে গেলে ফোন-মেসেজ কিছুই যায় না। তখন চরম সমস্যায় পড়েন গ্রাহকরা। এই জন্য টেলিকম সংস্থাগুলি এক বছর বা ৩৬৫ দিনের মেয়াদের রিচার্জও আনে। বিএসএনএল এমনই এক রিচার্জ প্যাক এনেছে। তবে এর ভ্যালিডিটি ১২ মাস নয়, বরং অতিরিক্ত আরও ২ মাস অর্থাৎ ১৪ মাসের ভ্যালিডিটি পাওয়া যাবে। এর জন্য অতিরিক্ত কোনও টাকা দিতে হবে না।
বিএসএনএলের ২৩৯৯ টাকার রিচার্জ প্ল্যানেই এই দুর্দান্ত অফার পাওয়া যাচ্ছে। সাধারণত এই প্ল্যানের ভ্যালিডিটি ৩৯৫ দিন হয়। তবে বিশেষ অফারে এতে ৩৯৫ দিনের বদলে ৪২৫ দিনের ভ্যালিডিটি পাওয়া যাচ্ছে। এই প্ল্যানে আনলিমিটেড ফ্রি কলিংয়ের সুবিধার পাশাপাশি দৈনিক ২ জিবি ফ্রি ডেটা মিলবে। এছাড়া দৈনিক ১০০টি করে এসএমএসের সুবিধাও পাওয়া যাবে।
তবে শর্ত একটাই রয়েছে। এটি বিএসএনএলের নিউ ইয়ার অফার। ১৬ জানুয়ারির মধ্যে রিচার্জ করলে, তবেই এই সুবিধা পাওয়া যাবে। এরপরে আর এই অফার পাওয়া যাবে না। তখন ২৩৯৯ টাকার রিচার্জে ৩৯৫ দিনের ভ্যালিডিটিই মিলবে।