AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Trump-এর পকেটে টাকা ঢালছে Ambani! কেন, কত টাকা জানলে ভিরমি খাবেন!

Mukesh Ambani-Donald Trump: তথ্য বলছে, ২০২৪ সালে 'দ্য ট্রাম্প অর্গানাইজেশন' ৪৪ মিলিয়ন ডলারের বেশি উপার্জন করেছে শুধুমাত্র রিয়েল এস্টেট লাইসেন্সিং থেকে।

Trump-এর পকেটে টাকা ঢালছে Ambani! কেন, কত টাকা জানলে ভিরমি খাবেন!
Image Credit: @RIL_Updates/X
| Updated on: Jun 19, 2025 | 1:36 PM
Share

এবার আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে হাত মেলালেন ভারতীয় ব্যবসায়ী ও ধনকুবের মুকেশ অম্বানি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ডোনাল্ড ট্রাম্পের রিয়েল এস্টেট ফার্ম ‘দ্য ট্রাম্প অর্গানাইজেশন’-এর সঙ্গে একটি চুক্তি করেছে। আর সেই চুক্তি অনুযায়ী মুম্বইয়ের একটি প্রজেক্টে ট্রাম্প নাম ব্যবহারের অনুমতি নিয়েছে তারা।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের অধীনস্ত সংস্থা Reliance 4IR Realty Development এই লাইসেন্স নেওয়ার জন্য প্রায় ১০ মিলিয়ন ডলারের চুক্তি করেছে। ‘ডেভেলপমেন্ট ফি’ হিসাবে এই টাকা নিয়েছে ‘দ্য ট্রাম্প অর্গানাইজেশন’। এই চুক্তি এটা প্রমাণ করে যে বিদেশি রিয়েল এস্টেট ডেভেলপাররা তাদের প্রজেক্টে ‘ট্রাম্প’ নামটা ব্যবহারের জন্য উদগ্রীব হয়ে রয়েছে।

তথ্য বলছে, ২০২৪ সালে ‘দ্য ট্রাম্প অর্গানাইজেশন’ ৪৪ মিলিয়ন ডলারের বেশি উপার্জন করেছে শুধুমাত্র রিয়েল এস্টেট লাইসেন্সিং থেকে। এর মধ্যে রয়েছে ভিয়েতনাম, দুবাই, সৌদি আরবের মতো দেশ। দুবাইয়ের দামাক প্রপার্টিজ ৫.২ মিলিয়ন ডলারের বিনিময়ে এই লাইসেন্স পেয়েছে। ৫ মিলিয়ন ডলার খরচ করেছে ভিয়েতনামের হুং ইয়েন হস্পিটালিটি। উল্লেখ্য, আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে যখন দায়িত্ব গ্রহণ করেছিলেন ট্রাম্প, তখন সেখানে গিয়েছিলেন মুকেশ অম্বানি। এ ছাড়াও কাতারের আমিরের আয়োজন করা নৈশভোজের অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন তিনি।