AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Reliance Industries: Mukesh Ambani-র সংস্থার উপর জরিমানা, তাও রেকর্ড গড়ল রিলায়েন্স!

Reliance, Mukesh Ambani: আমেরিকান ব্রোকারেজ সংস্থা জেফারিস রিলায়েন্স এখনও বাই রেটিং দিচ্ছে। তাদের লক্ষ্যমাত্রা ১ হাজার ৭৮৫ টাকা। তারা বলছে রিলায়েন্সের প্রধান ৩টে ব্যবসায়িক ক্ষেত্র অর্থাৎ ডিজিটাল, রিটেল ও অয়েল টু কেমিক্যাল, এই ৩ সেক্টরেই দ্বিগুণ অঙ্কের বৃদ্ধি দেখা গিয়েছে।

Reliance Industries: Mukesh Ambani-র সংস্থার উপর জরিমানা, তাও রেকর্ড গড়ল রিলায়েন্স!
জরিমানার পরও চড়চড়িয়ে বাড়ছে শেয়ারের দামImage Credit: PTI
| Updated on: Nov 29, 2025 | 12:43 PM
Share

শুক্রবার বাজার খোলার সঙ্গে সঙ্গেউই চড়চড়িয়ে বাড়তে শুরু করেছিল মুকেশ অম্বানীর সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। এমনকি দিনের শেষেও আগের দিনের তুলনায় এগিয়ে থেকেই শেষ করে এই সংস্থার শেয়ারের দাম।

আর ঠিক এই সময়েই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের জন্য আসে একটা খারাপ খবর। আমেদাবাদের সিজিএসটি বিভাগের জয়েন্ট কমিশনারের দফতর থেকে জারি করা হয়েছে একটি নোটিস। আর সেখানেই জানানো হয়েছে রিলায়েন্সকে ৫৬ কোটি ৪৪ লক্ষ টাকার জরিমানা করা হয়েছে। এই নির্দেশিকার বিরুদ্ধে এবার আপিল করার প্রস্তুতি নিচ্ছে রিলায়েন্স। কিন্তু তাদের বিরুদ্ধে খবর আসার পরও কোন কারণে এই বিপুল বৃদ্ধি দেখল মুকেশ অম্বানীর সংস্থা?

বৃদ্ধি পিছনে কোন শক্তি?

আমেরিকান ব্রোকারেজ সংস্থা জেফারিস রিলায়েন্স এখনও বাই রেটিং দিচ্ছে। তাদের লক্ষ্যমাত্রা ১ হাজার ৭৮৫ টাকা। তারা বলছে রিলায়েন্সের প্রধান ৩টে ব্যবসায়িক ক্ষেত্র অর্থাৎ ডিজিটাল, রিটেল ও অয়েল টু কেমিক্যাল, এই ৩ সেক্টরেই দ্বিগুণ অঙ্কের বৃদ্ধি দেখা গিয়েছে। যা তাদের শেয়ারের দাম বৃদ্ধির পিছনে অন্যতম কারণ।

বিশেষজ্ঞ রাজেশ ভোসালের মতে, রিলায়েন্সের শেয়ারের দাম আগামীতে আরও বাড়বে। ১ হাজার ৫১০ থেকে ১ হাজার ৫২০ টাকার মধ্যে এই শেয়ার একটা সাপোর্ট জোন পাবে। এর পর রিলায়েন্সের টার্গেট প্রাইস হতে পারে ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৭৫০ টাকা।

বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে জিওর আইপিও এলে ও এফএমসিজি ব্যবসায় রিলায়েন্সের ভিত আরও মজবুত হলে তাদের দাম হয়তও আরও বাড়বে। আর এই ধরনের খবরই বিনিয়োগকারীদের মনে ভরসা দিচ্ছে।

  • কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
  • বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।