Repo Rate Cut: কমবে EMI-র খরচ, বড় ঘোষণা রিজার্ভ ব্যাঙ্কের
RBI: এ দিন রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গভর্নর সঞ্জয় মালহোত্রা জানান, মনিটারি পলিসি কমিটি সর্বসম্মতিতেই রেপো রেট কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নয়া দিল্লি: অবশেষে রেপো রেট কমাল রিজার্ভ ব্যাঙ্ক। ৬.৫০ শতাংশ থেকে রেপো রেট ২৫ পয়েন্ট কমানোর ঘোষণা করল আরবিআই। এখন রেপো রেট কমে দাঁড়াল ৬.২৫ শতাংশ। অর্থনীতিতে গতি আনতেই রেপো রেট কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানান আরবিআই গভর্নর। বিগত প্রায় ৫ বছরে এই প্রথম রেপো রেট কমাল রিজার্ভ ব্যাঙ্ক।
এ দিন রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গভর্নর সঞ্জয় মালহোত্রা জানান, মনিটারি পলিসি কমিটি সর্বসম্মতিতেই রেপো রেট কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের এই সিদ্ধান্তে বাড়ি, গাড়ির ঋণে সুদের হার কমতে পারে। কমবে ইএমআই-র বোঝা। এতে অনেকটাই স্বস্তি পাবে মধ্যবিত্ত সাধারণ মানুষ।
প্রসঙ্গত, যে হারে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া বাকি ব্যাঙ্ক-কে ঋণ দেয়, তাকে রেপো রেট বলে। আর যে হারে রিজার্ভ ব্যাঙ্ক অন্য ব্যাঙ্ক থেকে ঋণ নেয়, তাকে রিভার্স রেপো রেট বলে।
শেষবার ২০২০ সালের মে মাসে শেষবার রেপো রেট বৃদ্ধি করেছিল রিজার্ভ ব্য়াঙ্ক অব ইন্ডিয়া। এরপরে ১১টি মনিটারি পলিসি কমিটির বৈঠকেই রেপো রেট অপরিবর্তিত রাখা হয়েছিল।
এ দিন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রা বলেন যে বৈশ্বিক অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মুখে পড়ছে। অর্থনৈতিক বৃদ্ধির হার স্বাভাবিকের নীচে। ভারতের অর্থনীতিও এর প্রকোপ থেকে সুরক্ষিত নয়, তবে এখনও দেশের অর্থনীতি শক্তিশালী রয়েছে।
চলতি অর্থবর্ষে আসল প্রবৃদ্ধির হার বা আসল জিডিপি বৃদ্ধি ৬.৪ শতাংশ হতে পারে। আসন্ন অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে জিডিপির বৃদ্ধি ৬.৭ শতাংশ হতে পারে। দ্বিতীয় ত্রৈমাসিকে তা ৭ শতাংশ, তৃতীয় ত্রৈমাসিকে ৬.৫ শতাংশ এবং চতুর্থ অর্থবর্ষে ৬.৫ শতাংশ হতে পারে।
#WATCH | Making a statement on Monetary Policy, RBI Governor Sanjay Malhotra says, “Reserve Bank has been taking various measures to enhance digital security in the banking and payments system. The introduction of an additional factor of authentication for digital payments is one… pic.twitter.com/gNCkc4U0gh
— ANI (@ANI) February 7, 2025
বর্তমান অর্থবর্ষে খুচরো মূল্যবৃদ্ধির হার ৪.৮ শতাংশ হতে পারে। আরবিআই গভর্নর জানান যে মূল্যবৃদ্ধি জারি থাকলেও, তা অল্প হবে। খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি কিছুটা নিয়ন্ত্রণে থাকতে পারে। ডিজিটাল প্রতারণা নিয়েও সতর্ক করেন তিনি।

