Reserve Bank Of India: এই ব্যাঙ্কের উপর বেজায় খাপ্পা RBI, করল বিরাট জরিমানা! আপনার টাকা কি সঙ্কটে?
RBI Imposed Penalty on HDFC Bank: ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট সহ একাধিক নির্দেশিকা লঙ্ঘনের অভিযোগে ৯১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এই ব্যাঙ্কের। দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের স্ট্যাটুয়েটরি ইন্সপেকশনের পর এই শাস্তির নির্দেশিকা জারি হয়েছে।

দেশের অন্যতম বড় বেসরকারি ব্যাঙ্ক হল এইচডিএফসি ব্যাঙ্ক। আর এবার সেই ব্যাঙ্ককেই জরিমানা করল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট সহ একাধিক নির্দেশিকা লঙ্ঘনের অভিযোগে ৯১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এই ব্যাঙ্কের। দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের স্ট্যাটুয়েটরি ইন্সপেকশনের পর এই শাস্তির নির্দেশিকা জারি হয়েছে।
কেন এই ধাক্কা?
জানা গিয়েছে একাধিক নিয়ম ভেঙেছে এই প্রথমসারির ব্যাঙ্ক।
- সুদের হারের নিয়ম ভঙ্গ: একই ক্যাটাগরির লোন দেওয়ার ক্ষেত্রে এই ব্যাঙ্ক একাধিক বেঞ্চমার্ক বা মাপকাঠি ব্যবহার করেছে। ফলে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের সুদের আর ধার্য হয়েছে। এই বিষয়টা রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকার পরিপন্থী।
- অ-অনুমোদিত ব্যবসায় সাবসিডিয়ারি: কোনও ব্যাঙ্কের সাবসিডারি সংস্থা কোন ব্যবসায় যুক্ত থাকতে পারবে তার একটা স্পষ্ট নির্দেশিকা রয়েছে। কিন্তু এইচডিএফসি ব্যাঙ্কের এমনই এক সাবসিডারি সংস্থা ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্টের ৬ নম্বর ধারা অনুযায়ী অনুমোদিত নয়, এমন একটি ব্যবসার সঙ্গে যুক্ত ছিল।
- KYC-তে গাফিলতি: গ্রাহকদের কেওয়াইসি আপডেটের কাজ থার্ড পার্টি এজেন্টের হাতে তুলে দেওয়া হয়েছিল। যা আর্থিক পরিষেবার নির্দেশিকা লঙ্ঘন করে।
জানা গিয়েছে, ব্যাঙ্কের শেষ অর্থবর্ষের অর্থনোইতিক পরিস্থিতি খতিয়ে দেখা হয়। আর সেই পর্যবেক্ষণের ভিত্তিতেই এই জরিমানার নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তারা আরও স্পষ্ট করে জানিয়েছে, এই জরিমানা শুধুমাত্র করা হয়েছে ব্যাঙ্কের নিয়ন্ত্রক ত্রুটির উপর ভিত্তি করে। গ্রাহক পরিষেবার উপর এই জরিমানার কোনও প্রভাব পড়বে না। রিজার্ভ ব্যাঙ্কের এই মনোভাবে এটা স্পষ্ট যে, আগামীতেও কোনও অনৈতিকতার সঙ্গে আপোষ করা হবে না।
