Retirement Planning: এই টাকা থাকলে আজই ছেড়ে দিতে পারতেন চাকরি!
Dream Life: কটা জীবন যদি হত, যেখানে খরচের তোয়াক্কা না করে দিব্যি ঘুরে বেড়িয়ে জীবন কাটানো যেত। কিন্তু এমন একটা জীবন কাটাতে গেলে কত টাকার প্রয়োজন?

রোজ বাসে-ট্রেনে কিম্বা বাইক নিয়ে জ্যাম কাটিয়ে অফিস যাওয়া। অফিসে টার্গেট অ্যাচিভ করতে না পারলে উচ্চ কর্তৃপক্ষের ঝাড় তো আছেই। বাড়ি ফিরে ক্লান্ত শরীরে খেয়ে দেয়ে ঘুম, আবার পরের দিন অফিস। মধ্যবিত্ত মানুষ এই জীবন কাটাতে কাটাতে ভাবেন এমন একটা জীবন যদি হত, যেখানে খরচের তোয়াক্কা না করে দিব্যি ঘুরে বেড়িয়ে জীবন কাটানো যেত। অফিস, বস এমন কিছুই যদি জীবনে না থাকত। তাহলে কতই না ভাল হত। কিন্তু এমন একটা জীবন কাটাতে গেলে কত টাকার প্রয়োজন?
আপনার বয়স ধরা যাক ৩০ বছর। তাহলে হয়তো আপনার কাঁধে আপনার বৃদ্ধ বাবা-মায়ের দায়িত্ব যেমন রয়েছে। তেমনই রয়েছে স্ত্রী-সন্তানের দায়িত্ব। বিয়ে না হয়ে থাকলে অবশ্য আলাদা ব্যাপার। বিয়ে হলে তখন স্ত্রী ও আগামীতে কাঁধে আসবে সন্তানের দায়িত্ব। শহুরে জীবনযাত্রায় গড়ে ৫০ হাজার থেকে ৬০ হাজার টাকা খরচ হতে পারে। যদিও এর মধ্যে মাথায় রাখতে হবে, আপনার শহরে একটা নিজস্ব বাড়ি থাকতে হবে।
ভারতীয়দের গড়ে ৭২ বছরে বেঁচে থাকেন। আপনার বয়স যদি ৩০ হয়, এখনও ৪২ বছর অন্তত বাঁচতে হবে আপনাকে। আজ যদি আপনার মাসিক খরচ ৫০ হাজারও হয়, বছরে ৬ শতাংশ মুদ্রাস্ফীতি যোগ করলে ৪২ বছরে মোট লাগবে ১৭ কোটি টাকার মতো। আর সিস্টেম্যাটিক উইথড্রয়াল মেথডে আগামী ৪২ বছরে এই টাকা পাওয়ার জন্য ২ থেকে ৩ কোটি টাকা জমিয়ে রাখতে হবে। তবে রিটার্ন একেবারে ঝুঁকিহীন করতে হলে ফিক্সড ডিপোজিটে রাখতে হবে ওই টাকা। ও মাসিক ৫০ হাজার টাকা করে তুললেও ৪২ বছর পর শেষ হবে না। অর্থাৎ, আপনার যদি এখনই ২ থেকে ৩ কোটি টাকা থাকে, তাহলে এখনই বাস্তবের রূপ পেতে পারে আপনার স্বপ্নের জীবন।
