বাজারে আসছে Royal Enfield Himalayan 750, কী Specification থাকছে এই বাইকে?
Royal Enfield Himalayan 750: ইতিমধ্যেই ভারতের রাস্তায় এই বাইককে পরীক্ষামূলক ভাবে চলতে দেখা গিয়েছে। এই বাইকে নাকি রয়েছে অ্যালয় হুইলও।

ভারত বা পৃথিবীর অনেক দেশের বাইক বাজারে রয়্যাল এনফিল্ডের আলাদা একটা ইজ্জত রয়েছে। আর এবার দুর্দান্ত এক লুকের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন এক বাইক লঞ্চ করতে চলেছে Royal Enfield Himalayan 750।
ইতিমধ্যেই ভারতের রাস্তায় এই বাইককে পরীক্ষামূলক ভাবে চলতে দেখা গিয়েছে। এই বাইকে নাকি রয়েছে অ্যালয় হুইলও। Royal Enfield Himalayan 750 বাইকে থাকতে পারে একটি ৭৫০ সিসির প্যারালাল টুইন সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিনটি বর্তমান ৬৫০ সিসির ইঞ্জিনের একটি আপগ্রেডেড ভার্সন। এই ইঞ্জিন ৫০ হর্সপাওয়ার ও ৬০ নিউটন মিটার টর্ক তৈরি করতে পারবে। এ ছাড়াও এই ইঞ্জিনে থাকতে পারে একটি ৬ স্পিডের গিয়ারবক্স।
Royal Enfield Himalayan 750 বাইকে রয়েছে নতুন ভাবে ডিজাইন করা চেসিস ও ফ্রেম। এ ছাড়াও এতে আপসাইড ডাউন ফ্রন্ট ফর্ক ও রেয়ার মনোশক সাসপেনশন রয়েছে। এই বাইকে ১৯ ইঞ্চির ফ্রন্ট হুইল ও ১৭ ইঞ্চির রেয়ার অ্যালয় হুইল রয়েছে। আর নতুন এই চাকায় টিউবলস টায়ার লাগানো যাবে।
হিমালয়ান ৪৫০ যদিও অফ রোডিংয়ের কথা মাথায় রেখে তৈরি। সে দিক থেকে দেখতে গেলে হিমালয়ান ৭৫০ বিশেষভাবে ট্যুরিং ও ক্রুজিংয়ের কথা মাথায় রেখেই তৈরি হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর সেই কারণেই এই বাইকে টিউবলেস টায়ার বা হাইওয়ে ফ্রেন্ডলি আরামদায়ক রাইডিং সেট-আপ তৈরি করা হয়েছে।
