AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SBI FD vs Post Office FD: স্টেট ব্যাঙ্ক না পোস্ট অফিস, ফিক্সড ডিপোজিটে কে দিচ্ছে বাড়তি সুদ?

Fixed deposit: মধ্যবিত্ত পরিবারের মাসিক আয় থেকে যাবতীয় খরচ মিটিয়ে সামান্য কিছু টাকা ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখা প্রবণতা খুবই বেশি। সেই কারণে অনেকেই বাড়তি সুদের কারণে ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করতে পছন্দ করেন।

SBI FD vs Post Office FD: স্টেট ব্যাঙ্ক না পোস্ট অফিস, ফিক্সড ডিপোজিটে কে দিচ্ছে বাড়তি সুদ?
ছবি- প্রতীকী চিত্র
| Edited By: | Updated on: Mar 01, 2022 | 2:35 PM
Share

মধ্যবিত্ত পরিবারের মাসিক আয় থেকে যাবতীয় খরচ মিটিয়ে সামান্য কিছু টাকা ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখা প্রবণতা খুবই বেশি। সেই কারণে অনেকেই বাড়তি সুদের কারণে ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করতে পছন্দ করেন। কারণ ফিক্সড ডিপোজিটে সুদ হিসেবে অনেক বেশি টাকা পাওয়া যায়। এই ধরনের বিনিয়োগে ঝুঁকির পরিমাণও অনেক কম। ফিক্সড ডিপোজিটে দীর্ঘ ও স্বল্পমেয়াদি বিনিয়োগ করাও সম্ভব। ব্যাঙ্ক ছাড়াও পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট করা সম্ভব। অনেক ক্ষেত্রে ব্যাঙ্কের তুলনায় পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে বাড়তি সুদ পাওয়া যায়। সরকারি নীতি এবং বাজারের পরিস্থিতির ওপর ভিত্তি করে ত্রৈমাসিক সুদের হারের পরিবর্তন হতে পারে।

দেশের প্রথমসারির রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়াও ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে যথেষ্ট লাভজনক সুদ দিচ্ছে। কোনও গ্রাহক স্টেট ব্যাঙ্কে ন্যূনতম ৭ দিন থেকে ১০ বছরেরর ফিক্সড ডিপোজিট করতে পারেন। স্টেট ব্যাঙ্কের মতো প্রথমসারির ব্যাঙ্কে বিনিয়োগ করলেও ঝুঁকির সম্ভাবনাও নেই। আপনার জন্য কোন ফিক্সড ডিপোজিটটি ভাল দেখে নিন…

পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিটে সুদের হার

সাধারণ পোস্ট অফিসের সুদ প্রত্যেক ত্রৈমাসিককে বাড়তে বা কমতে থাকে। এক বছরের সুদের হার কমপক্ষে ৫.৫ শতাংশ হয়ে থাকে। সুদের হার ৬.৭ শতাংশ অবধিও বাড়তে পারে।

১ বছরের ক্ষেত্রে- সুদের হার ৫.৫ শতাংশ ২ বছরের ক্ষেত্রে- সুদের হার ৫.৫ শতাংশ ৩ বছরের ক্ষেত্রে- সুদের হার ৫.৫ শতাংশ ৫ বছরের ক্ষেত্রে- সুদের হার ৫.৫ শতাংশ

স্টেট ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে সুদের হার

স্টেট ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট পোস্ট অফিসের তুলনায় অনেক বেশি সুবিধাজনক হতে পারে। পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে যেখানে কমপক্ষে ১ বছর টাকা রাখতে হবে, স্টেট ব্যাঙ্কে আপনি সেটা ৭ দিনের জন্যও রাখতে পারবেন।

৭ দিনের জন্য সুদ- ২.৯ শতাংশ ৪৬ থেকে ১৭৯ দিনের জন্য সুদ- ৩.৯ শতাংশ ১৮০ থেকে ২১০ দিনের জন্য সুদ- ৪.৪ শতাংশ ২১১ থেকে ১ বছরের কম দিনের জন্য সুদ-৪.৪ শতাংশ

আরও পড়ুন Russia-Ukraine Conflict: যুদ্ধংদেহী! গ্ল্যামার ওয়ার্ল্ড ছেড়ে বন্দুক হাতে লাস্যময়ী, কে এই আনাসতাসিয়া লেনা?

আরও পড়ুন Russia-Ukraine Conflict: পশ্চিমী বয়কটে সঙ্কট! রাশিয়ানদের ওপর নতুন ‘নিষেধাজ্ঞা’ জারি করলেন পুতিন