ফিক্সড ডিপোজিটে সুদের হার ৫০ বেসিস পয়েন্ট পর্যন্ত বাড়াল SBI, দেখে নিন নয়া রেট

SBI fixed deposits interest rates: ১ বছর থেকে ২ বছরের কম, ২ বছর থেকে ৩ বছরের কম এবং ৫ বছর থেকে ১০ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিট ছাড়া, অন্যান্য সকল মেয়াদের এফডির সুদের হার বাড়িয়েছে রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কটি। এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতে শেষবার ফিক্সড ডিপোজিটের সুদের হার সংশোধন করেছিল এসবিআই।

ফিক্সড ডিপোজিটে সুদের হার ৫০ বেসিস পয়েন্ট পর্যন্ত বাড়াল SBI, দেখে নিন নয়া রেট
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Dec 28, 2023 | 11:08 AM

নয়া দিল্লি: বছর শেষের আগেই ফিক্সড ডিপোজিট বা এফডি-র সুদের হার বাড়াল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বুধবার (২৭ ডিসেম্বর), থেকেই সুদের নতুন হার কার্যকর করা হল। ১ বছর থেকে ২ বছরের কম, ২ বছর থেকে ৩ বছরের কম এবং ৫ বছর থেকে ১০ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিট ছাড়া, অন্যান্য সকল মেয়াদের এফডির সুদের হার বাড়িয়েছে রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কটি। এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতে শেষবার ফিক্সড ডিপোজিটের সুদের হার সংশোধন করেছিল এসবিআই।

সাত দিন থেকে পঁয়তাল্লিশ দিনের ফিক্সড ডিপোজিটের জন্য, সুদের হার ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে এসবিআই। ৪৬ দিন থেকে ১৭৯ দিনের ফিক্সড ডিপোজিটের সুদের হার বাড়ানো হয়েছে ২৫ বেসিস পয়েন্ট। ১৮০ দিন থেকে ২১০ দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিটের উপর, সুদের হার ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে এসবিআই। ২১১ দিন থেকে ১ বছরের মেয়াদে সুদের হার বাড়ানো হয়েছে ২৫ বেসিস পয়েন্ট। আর ৩ বছর থেকে ৫ বছরের কম সময়ের মেয়াদের ফিক্সড ডিপোজিটের সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে।

এসবিআই-এর ফিক্সড ডিপোজিটের সুদের পরিবর্তিত হার হল –

৭ দিন থেকে ৪৫ দিনের মেয়াদে ৩.৫০%

৪৬ দিন থেকে ১৭৯ দিনের মেয়াদে ৪.৭৫%

১৮০ দিন থেকে ২১০ দিনের মেয়াদে ৫.৭৫%

২১১ দিন থেকে ১ বছরের কম মেয়াদে ৬%

১ বছর থেকে ২ বছরের কম মেয়াদে ৬.৮০% (অপরিবর্তিত)

২ বছর থেকে ৩ বছরের কম মেয়াদে ৭.০০% (অপরিবর্তিত)

৩ বছর থেকে ৫ বছরের কম মেয়াদে ৬.৭৫%

৫ বছর এবং ১০ বছরের মেয়াদে ৬.৫০%

প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার

সব ব্যাঙ্কই প্রবীণ নাগরিকদের জন্য ফিক্সড ডিপোজিটে সুদ কিছুটা বেশি দেয়। এসবিআই-এর নয়া সুদের হার অনুযায়ী, উপরে বর্ণিত সুদের হারগুলির উপর, প্রবীন নাগরিকতা অতিরিক্ত ৫০ বেসিস পয়েন্ট সুদ পাবেন। ফলে, সাত দিন থেকে দশ বছরের মধ্যে বিভিন্ন মেয়াদের ফিক্সড ডিপোজিটের উপর ৪ থেকে ৭.৫০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন প্রবীণ নাগরিকরা।

৭ দিন থেকে ৪৫ দিনের মেয়াদে ৪%

৪৬ দিন থেকে ১৭৯ দিনের মেয়াদে ৫.২৫%

১৮০ দিন থেকে ২১০ দিনের মেয়াদে ৬.২৫%

২১১ দিন থেকে ১ বছরের কম মেয়াদে ৬.৫০%

১ বছর থেকে ২ বছরের কম মেয়াদে ৭.৩০%

২ বছর থেকে ৩ বছরের কম মেয়াদে ৭.৫০%

৩ বছর থেকে ৫ বছরের কম মেয়াদে ৭.২৫%

৫ বছর এবং ১০ বছর পর্যন্ত মেয়াদে ৭.৫০%

তবে, শুধু এসবিআই-ই নয়, ডিসেম্বর মাসে ব্যাঙ্ক অব ইন্ডিয়া, ফেডারেল ব্যাঙ্ক, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক এবং ডিসিবি ব্যাঙ্কও, বিভিন্ন মেয়াদের ফিক্সড ডিপোজিটের সুদের হার বাড়িয়েছে। ৮ ডিসেম্বরের অর্থনৈতিক নীতি কমিটির এক বৈঠক হয়েছিল। সেই বৈঠকের পরও রেপো রেট বাড়ায়নি রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া, ৬.৫ শতাংশই রেখেছে। এই পাঁচ ব্যাঙ্কের পাশাপাশি, ২ কোটি টাকার কম স্থায়ী আমানতের সুদের হারও সংশোধন করেছে অ্যাক্সি ব্যাঙ্কও। ব্যাঙ্কের ওয়েবসাইট অনুসারে, ২৬ ডিসেম্বর থেকে এই নতুন সুদের হার কার্যকর করা হচ্ছে।