Supreme Court: কথা শুনল না সুপ্রিম কোর্ট! পাততাড়ি গুটিয়ে চলে যাবে ভোডাফোন?
Supreme Court News: একই ভাবে বেহাল ভারতী এয়ারটেলও। তাই সেই বিরাট অঙ্কের টাকা মকুবের জন্যই বারবার সরকারের কাছে দ্বারস্থ হচ্ছে তারা। কিন্তু মকুবও বা কতটাই করা সম্ভব?

নয়াদিল্লি: শীর্ষ আদালতে ধাক্কা খেল ভোডাফোন আইডিয়া, এয়ারটেল ও টাটা টেলিসার্ভিস। সোমবার অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউয়ের উপর চাপানো বকেয়া সুদ, জরিমানা ও জরিমানার সুদ মকুবের জন্য শীর্ষ আদালতের কাছে আবেদন জানিয়ে দ্বারস্থ হয়েছিল এই তিন টেলিকম সংস্থা। কিন্তু সেই আবেদনকে ‘ভ্রান্ত’ বলে খারিজ করে দেয় বিচারপতি জেবি পারদিওয়ালার বেঞ্চ।
সম্প্রতি এই মকুবের দাবি নিয়ে ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালের কাছে যাওয়ার কথা বলেছিল টেলিকম পরিষেবা সংস্থা ভোডাফোন আইডিয়া। তারা জানিয়েছিল, তাদের অবস্থা খুবই সঙ্গীন। সরকার পাশে না দাঁড়ালে ব্যবসা গুটিয়ে ফেলতে হবে তাদের। একই হাল ভারতী এয়ারটেলেরও। বকেয়ার জল উঠে এসেছে নাক অবধি।
বর্তমানে সুদ, জরিমানা এবং জরিমানার উপর চাপানো সুদ নিয়ে ভোডাফোনের কাঁধে বকেয়ার ভার ৪৫ হাজার কোটি টাকা। একই ভাবে বেহাল ভারতী এয়ারটেলও। তাই সেই বিরাট অঙ্কের টাকা মকুবের জন্যই বারবার সরকারের কাছে দ্বারস্থ হচ্ছে তারা। কিন্তু মকুবও বা কতটাই করা সম্ভব?
মাস কতক আগেই ভোডাফোন আইডিয়ার ৩৬ হাজার ৯৫০ কোটি টাকা ঋণকে অংশীদারিত্বে পরিণত করেছে কেন্দ্র। ওয়াকিবহাল মহলের দাবি, এই ভাবে বারবার বকেয়া মকুব মানে পক্ষান্তরে চাপ পড়বে কেন্দ্রের উপরেও।
উল্লেখ্য, ভোডাফোনের সঙ্গেই শীর্ষ আদালতে দায়ের করা আবেদনে ভারতী এয়ারটেল তাদের উপর চাপানো ৩৪ হাজার ৭৪৫ কোটি টাকা বকেয়া মকুবের আর্জি জানায়। পাশাপাশি, তাদের আরও দাবি, পাঁচ বছর আগে AGR সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের দেওয়া রায়ে এই বাড়তি চাপ পড়েছে টেলিকম সংস্থাগুলির উপর। কিন্তু সেই রায়ের ভিত্তিতে তারা চ্যালেঞ্জ নয়, বরং সমাধানের পথে যেতে চায়।





