AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Share Market: বিদেশ থেকে এল ৩৭,০০০০,০০০,০০,০ টাকা! শুক্রে কতটা বাড়ল শেয়ার বাজার?

Share Market: বাজার খোলার সঙ্গে সঙ্গেই এক ধাক্কায় ৯০০ পয়েন্ট উঠে যায় সেনসেক্স। তবে বেলা গড়াতেই শুরু হয় হালকা পতন। বিশেষজ্ঞদের ধারণা, এক ধাক্কায় বাজার ৯০০ পয়েন্ট ছুয়ে যেতেই প্রফিট বুক করতে শুরু করেন বিনিয়োগকারীরা।

Share Market: বিদেশ থেকে এল ৩৭,০০০০,০০০,০০,০ টাকা! শুক্রে কতটা বাড়ল শেয়ার বাজার?
প্রতীকী ছবিImage Credit: Getty Image
| Updated on: May 02, 2025 | 11:09 AM
Share

কলকাতা: সপ্তাহের শেষ ট্রেডিং দিনে ‘সুস্থ’ শেয়ার বাজার। মে দিবসে বন্ধ ছিল দালাল স্ট্রিটের ঝাপ। আর তার আগের দিনেই গোটা দিনে প্রায় ৪০০ পয়েন্টের অধিক পড়েছিল সেনসেক্স। শুক্রে বিনিয়োগকারীদের মাথার উপর থেকে সেই ফাঁড়াটাই সরিয়ে দিল বাজার।

এদিন বাজার খোলার সঙ্গে সঙ্গেই এক ধাক্কায় ৯০০ পয়েন্ট উঠে যায় সেনসেক্স। তবে বেলা গড়াতেই শুরু হয় হালকা পতন। বিশেষজ্ঞদের ধারণা, এক ধাক্কায় বাজার ৯০০ পয়েন্ট ছুয়ে যেতেই প্রফিট বুক করতে শুরু করেন বিনিয়োগকারীরা। যার জেরে বেলা ১১টার মধ্য়ে সেনসেক্স নেমে যায় ৬৩৭ পয়েন্টে। একই ভাবে নিফটি ৫০ সপ্তাহের শেষ ট্রেডিং দিন নিজের সর্বোচ্চ ২৬৮ পয়েন্ট ছুঁয়ে নেমে আসে ১৩১ পয়েন্ট।

কেন গতি পেল দালাল স্ট্রিট?

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ট্রাম্পের শুল্কযুদ্ধ ঘোষণার পর থেকেই ধুঁকতে শুরু করেছিল আমেরিকার ওয়াল স্ট্রিট। তবে পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। নিজের গতিতে ফিরছে মার্কিন শেয়ার বাজার। যার জেরে উদ্যমী হয়েছে এশিয়ার অন্য বাজারগুলিও।

সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ইঙ্গিতেও ‘সুস্থ’ হয়েছে দালাল স্ট্রিট। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ভারতের সঙ্গে বাণিজ্যিক স্তরে একাধিক বৈঠক চলছে যুক্তরাষ্ট্রের। যার মাধ্যমে খুব শীঘ্রই হয়তো ভারতের সঙ্গে চুক্তিও স্বাক্ষর করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র।

এছাড়াও, আবার ফিরতে শুরু করেছে বিদেশি বিনিয়োগ। শুল্কযুদ্ধের প্রভাবে এই বিদেশি বিনিয়োগকারীরা নিজেদের টাকা তুলে নেওয়ায় ক্ষতির মুখে পড়েছিল শেয়ার বাজার। তবে সেই ক্ষতে অনেকটা পড়েছে ঔষধী। গত ১১ দিনে মোট ৩৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছেন ভিনদেশিরা।