Share Market: ২০ হাজারের নীচে নিফটি, গণেশ চতুর্থীর পর বাজার খুলতেই সেনসেক্সেও পতন, লাভের মুখ দেখল এই সংস্থাগুলি…
Sensex-Nifty: বুধবার সকাল ১১টায় সেনসেক্স ৫৮০ পয়েন্ট পতন হয়, সূচক নেমে দাঁড়ায় ৬৭ হাজার ১৭ অঙ্কে। বাজার বিশেষজ্ঞদের মত, উৎসবের মরশুম চলায় এবং ব্রেন্ট ক্রুড তেলের দাম বৃদ্ধির কারণে শেয়ার বাজারে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
মুম্বই: গণেশ চতুর্থীর পর বাজার খুলতেই ধস। সাতসকালেই ব্যাপক ধস সেনসেক্স-নিফটিতে। বুধবার সকাল ১১টায় সেনসেক্স ৫৮০ পয়েন্ট পতন হয়, সূচক নেমে দাঁড়ায় ৬৭ হাজার ১৭ অঙ্কে। পতন হয়েছে নিফটিরও। সকালেই নিফটি ১৬৫ পয়েন্ট কমে ১৯ হাজার ৯৬৮ অঙ্কে পৌঁছয়।
এ দিন মার্কেট খোলার পর প্রথম দুই ঘণ্টা যে সংস্থাগুলির শেয়ার বাজারে লাভের মুখ দেখেছে, সেইগুলি হল অ্যাক্সিস ব্যাঙ্ক, এম অ্যান্ড এম ও কোল ইন্ডিয়া। অন্যদিকে, ক্ষতির মুখে পড়েছে এইচডিএফসি, বিপিসিএল, অ্যাপোলো হাসপাতাল, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও ব্রিটানিয়া।
সপ্তাহের শুরু থেকেই কালো মেঘ ছিল শেয়ার বাজারের উপরে। সোমবার যখন শেয়ার বাজার বন্ধ হয়, তখন সেনসেক্সের সূচক ছিল ৭০ হাজারে। এ দিন সকালে বাজার খুলতেই সেনসেক্সের সূচক কমে ৬৭ হাজারে পৌঁছয়। বাজার বিশেষজ্ঞদের মত, উৎসবের মরশুম চলায় এবং ব্রেন্ট ক্রুড তেলের দাম বৃদ্ধির কারণে শেয়ার বাজারে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
এদিন সকালে শেয়ার বাজার খোলার পর ব্লু স্টার সংস্থার শেয়ার ১৫ শতাংশ বৃদ্ধি পায়। বর্তমানে ব্লু স্টারের শেয়ার দর ৯২২.৬০ টাকা, যা গত ৫২ সপ্তাহে সর্বোচ্চ।
এ দিন সকালে শেয়ার বাজার খুলতে যে ব্যাঙ্কগুলির নিফটিতে সবথেকে বেশি পতন হয়েছে, তা হল- সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া, ইউকো ব্যাঙ্ক, পঞ্জাব সিন্ধ ব্য়াঙ্ক, ইউকো ব্য়াঙ্ক, ব্য়াঙ্ক অব মহারাষ্ট্র ও ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক।