UPI-তে ৩০০০ টাকার লেনদেন করলেই দিতে হতে পারে চার্জ, বড় সিদ্ধান্তের পথে কেন্দ্র
UPI Payment: আগেই পেমেন্ট কাউন্সিল অব ইন্ডিয়া কেন্দ্রকে অনুরোধ জানিয়েছিল, ইউপিআই পেমেন্টের উপরে জিরো এমডিআর নীতি পুনর্বিবেচনা করার।

নয়া দিল্লি: দোকান-বাজারে গেলে পকেটে আর ক্যাশ রাখার দরকার নেই, অনলাইনেই সব পেমেন্ট হয়ে যাচ্ছে। তবে শীঘ্রই বাড়তে চলেছে অনলাইনে লেনদেনের খরচ। ভারত সরকার ইউপিআই পেমেন্টের উপরে মার্চেন্ট ডিসকাউন্ট রেট বসাতে চলেছে। ৩০০০ টাকার লেনদেনের উপরে বসতে পারে অতিরিক্ত চার্জ।
এনডিটিভি প্রফিটের রিপোর্ট অনুযায়ী, ৩০০০ টাকা বা তার বেশি লেনদেনের উপরে ফি বসানো হতে পারে। এর থেকে কম মূল্যের লেনদেনের উপরে ফি বসানো হবে না।
আগেই পেমেন্ট কাউন্সিল অব ইন্ডিয়া কেন্দ্রকে অনুরোধ জানিয়েছিল, ইউপিআই পেমেন্টের উপরে জিরো এমডিআর নীতি পুনর্বিবেচনা করার। সূত্রের খবর, ব্যাঙ্ক, ফিনটেক ফার্ম ও ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অব ইন্ডিয়ার সঙ্গে কথা বলার পরই এই সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী ১-২ মাসেই ইউপিআই লেনদেনে চার্জ বসতে পারে।
প্রসঙ্গত, মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর হল একধরনের ফি যা মার্চেন্ট বা ব্যবসায়ীদের ব্যাঙ্ক বা পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের দিতে হয় ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআইয়ের মতো ডিজিটাল ট্রানজাকশনের জন্য। ব্যবসায়ীকে গ্রাহকরা অনলাইনে যে পেমেন্ট করেন, তার জন্য এই ফি দিতে হয়। ০.৯ শতাংশ থেকে ২ শতাংশ চার্জ নেওয়া হয়। জল্পনা শোনা যাচ্ছে, সরকার ব্যাঙ্কগুলিকেও মার্চেন্ট ডিসকাউন্ট রেট বসানোর অনুমতি দিতে পারে।
দেশে ক্রমশ ইউপিআইয়ের মাধ্যমে লেনদেন বাড়ছে। দৈনিক যে হারে লেনদেন হয় ইউপিআইয়ের মাধ্যমে, তা শীঘ্রই ভিসা-র লেনদেনকেও হার মানিয়ে দেবে। সেক্ষেত্রে ইউপিআই বিশ্বের বৃহত্তম রিটেল ইন্টারব্যাঙ্ক পেমেন্ট সেটেলমেন্ট প্ল্যাটফর্ম হয়ে উঠবে। গত ১ জুন ইউপিআইয়ে ৬৪৪ মিলিয়ন লেনদেন হয়। সেখানেই ২০২৪ অর্থবর্ষের হিসাবে, ভিসায় ৬৩৯ মিলিয়ন লেনদেন হয় দৈনিক।





