AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tata Stock: Air India-র বিমান ভাঙতেই শেয়ার বাজারেও হুড়মুড়িয়ে ভেঙে পড়ল টাটার একাধিক স্টক!

Air India Plane Crash: এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা। ঘটনায় ২৪২ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। কাকতালীয় ভাবে এই দুর্ঘটনার পরই শেয়ার বাজারে ধাক্কা খায় টাটাদের বিভিন্ন সংস্থার শেয়ারও।

Tata Stock: Air India-র বিমান ভাঙতেই শেয়ার বাজারেও হুড়মুড়িয়ে ভেঙে পড়ল টাটার একাধিক স্টক!
| Updated on: Jun 12, 2025 | 3:38 PM
Share

টাটার বিমান পরিবহনের ইতিহাসে হয়তো সবচয়ে বড় দুর্ঘটনা। গুজরাটের আমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ার কয়েক মিনিটের মধ্যে মেঘানিনগরের কাছে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার এআই ১৭১। বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান ছিল এটি। আর তারপরই পড়তে শুরু করে টাটার বিভিন্ন সংস্থার শেয়ারের দামও।

তথ্য বলছে দুপুর ১টা ৩৮ মিনিটের আশেপাশে দুর্ঘটনার কবলে পড়ে এয়ার ইন্ডিয়ার এই বিমান। আর তারপর ১ টা বেজে ৫৬ মিনিট থেকে ২টো ২৬ মিনিট, এই ৩০ মিনিটের মধ্যে প্রায় ০.৭৭ শতাংশ পড়ে যায় টাটা কন্সাল্টেন্সির শেয়ারের দাম।

দুর্ঘটনার পর অর্থাৎ, ১টা ৫৬ মিনিট থেকে ২টো ১৪ মিনিটের মধ্যে প্রায় ০.৬৯ শতাংশ পড়েছে টাটা টেকনোলজিসের শেয়ার। পড়েছে টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশনের স্টকের দামও। ২টো বেজে ২ মিনিট থেকে ২টো ১৪ মিনিটের মধ্যে প্রায় ০.৮৫ শতাংশ পড়েছে টাটা টেকের শেয়ারের দাম। তবে বিমান দুর্ঘটনার সঙ্গে টাটার শেয়ারের পতনের সোজাসুজি কোনও যোগ আছে কি না, তা বলা যায় না।

উল্লেখ্য, এই বিমানে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। আমেদাবাদের এই বিমানবন্দরে আপাতত জারি হয়েছে নোটাম অর্থাৎ, সেখানে এখন বন্ধ বিমান চলাচল। দুর্ঘটনায় বিমানে থাকা ২৪২ জনেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।