Lay off in Bengaluru: কর্মী ছাঁটাই করেও প্রশংসা কুড়োচ্ছেন সংস্থার এই দুই কর্তা, কেন জানেন?
Lay off in Bengaluru: সাম্প্রতিককালে একাধিক টেক সংস্থায় ছাঁটাই হয়েছে। তবে এই সংস্থার কর্তাদের এই ব্যবহার মন কেড়েছে নেটিজেনদের।

বেঙ্গালুরু: সংস্থার কর্তা হিসেবে সবথেকে খারাপ লাগার কাজ হল, কর্মীদের ছাঁটাই করা। আর আজ সেটাই করতে হল। বেঙ্গালুরুর ফ্যাম নামে এক সংস্থার অন্য়তম কর্তা সম্ভব জৈন এমনটাই লিখেছেন ‘এক্স’ হ্যান্ডেলে। তবে তিনি চান তাঁর কর্মীরা যাতে সবাই চাকরি পেয়ে যান। সংস্থার স্থায়িত্ব বাড়ানোর জন্য এই সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানিয়েছেন তিনি। সংস্থার আর এক কর্ণধার কুশ তানেজা বিভিন্ন সংস্থার কাছে আবেদন জানিয়েছেন যাতে তাঁরা এই সংস্থার কর্মীদের কাজের সুযোগ দেয়।
মোট ১৮ জনকে ছাঁটাই করা হয়েছে ওই সংস্থা থেকে। সম্ভব জৈন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, কর্মীদের যেতে দেওয়া সবথেকে কঠিন কাজ। আমাদের মতো সংস্থায় প্রত্যেকের মধ্যে একটা আবেগের সম্পর্ক রয়েছে। আমরা একে অপরের সঙ্গে জড়িত। হাত ছেড়ে যাওয়াটা তাই বেশ কঠিন।
ওই দুই কর্তা আরও জানিয়েছেন, বহুদিন ধরে এই সংস্থা তৈরি করেছেন তাঁরা। তিনি জানিয়েছেন, কাজের ক্ষেত্রে ওই কর্মীদের আর উন্নতির জায়গা ছিল না এই সংস্থায়, সে কারণেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে।
দুই কর্তার আরও বলেছেন, কর্মীদের প্রতি তাঁদের সমবেদনা ও সমর্থন থাকবে। ওঁরা যেখানেই যাবে সেখানেই ভাল কিছু করবে। যে সব সংস্থা কর্মী নিয়োগ করতে চাইছে, তাদের সঙ্গে ওই কর্মীদের প্রোফাইল শেয়ার করতে চান বলেও জানিয়েছেন দুই কর্তা। তাঁদের ওই টুইট রীতিমতো ভাইরাল। সাম্প্রতিককালে একাধিক টেক সংস্থায় ছাঁটাই হয়েছে। তবে এই সংস্থার কর্তাদের এই ব্যবহার মন কেড়েছে নেটিজেনদের।
