GST Slab: জিএসটি নিয়ে কি নতুন সিদ্ধান্ত? বুধবার মিলতে পারে বড় খবর

Sep 23, 2024 | 2:52 AM

GST Slab: জিএসটিতে অত্যাবশ্যকীয় জিনিসে হয় কর ছাড় দেওয়া হয়েছে, কিংবা সবচেয়ে নিচের স্তরে কর ধার্য করা হয়েছে। আবার লাক্সারি পণ্যে সর্বোচ্চ জিএসটি লাগু রয়েছে। ১২ ও ১৮ শতাংশ জিএসটি মিশিয়ে দেওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে এই নিয়ে এখনও কোনও প্রস্তাব জমা পড়েনি।

GST Slab: জিএসটি নিয়ে কি নতুন সিদ্ধান্ত? বুধবার মিলতে পারে বড় খবর
বুধবারের বৈঠকে কি নতুন কোনও সিদ্ধান্ত নেওয়া হবে?

Follow Us

নয়াদিল্লি: পণ্য ও পরিষেবা কর অর্থাৎ জিএসটি নিয়ে কি নতুন কোনও সিদ্ধান্ত নেওয়া হবে? বুধবার (২৫ সেপ্টেম্বর) জিএসটি নিয়ে গ্রুপ অব মিনিস্টারের (জিওএম) বৈঠক রয়েছে। গোয়াতে ওই বৈঠকে কর স্ল্যাব নিয়ে আলোচনা হতে পারে। এর আগে বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরির নেতৃত্বে ৬ সদস্যের জিওএমের বৈঠক ২২ অগস্ট হয়েছিল। আর গত ৯ সেপ্টেম্বর সম্রাট চৌধুরি জিএসটি পরিষদকে রিপোর্ট দেন।

অগস্টের ওই বৈঠকে একাধিক পণ্যের করের হার পরিবর্তন নিয়ে বিশ্লেষণ ও আরও তথ্য জোগাড়ের জন্য কেন্দ্র ও রাজ্যের কর সংক্রান্ত আধিকারিকদের নিয়ে গঠিত ফিটমেন্ট কমিটিকে দায়িত্ব দেয় জিওএম। বর্তমানে জিএসটি-র চারটি স্তর রয়েছে। কোনও পণ্যের উপর ৫ শতাংশ কর দিতে হয়। কোনটির জন্য ১২, ১৮ কিংবা ২৮ শতাংশ জিএসটি দিতে হয়।

জিএসটিতে অত্যাবশ্যকীয় জিনিসে হয় কর ছাড় দেওয়া হয়েছে, কিংবা সবচেয়ে নিচের স্তরে কর ধার্য করা হয়েছে। আবার লাক্সারি পণ্যে সর্বোচ্চ জিএসটি লাগু রয়েছে। ১২ ও ১৮ শতাংশ জিএসটি মিশিয়ে দেওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে এই নিয়ে এখনও কোনও প্রস্তাব জমা পড়েনি।

এই খবরটিও পড়ুন

তবে এখনই জিএসটি স্ল্যাবে পরিবর্তনের পক্ষে নন জিওএমে থাকা পশ্চিমবঙ্গ ও কর্নাটকের প্রতিনিধি। পশ্চিমবঙ্গের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জিওমের সদস্য। অগস্টের বৈঠক শেষে তিনি বলেছিলেন, জিএসটির স্ল্যাব পরিবর্তনের দরকার নেই। একই কথা বলেন কর্নাটকের রাজস্ব মন্ত্রী কৃষ্ণ বি গৌড়া। ছয় সদস্যের জিওএমে আরও রয়েছেন উত্তর প্রদেশের অর্থমন্ত্রী সুরেশ কুমার খান্না, রাজস্থানের স্বাস্থ্য পরিষেবা মন্ত্রী গজেন্দ্র সিং, কেরলের অর্থমন্ত্রী কে এন বালাগোপাল।

Next Article