Best Mutual Fund: ‘খরার’ বাজারেও দিয়েছে ৯৭ শতাংশ রিটার্ন, এই পাঁচ আন্তর্জাতিক Mutual Fund সবুজ করতে আপনার পোর্টফোলিওকে
Best Mutual Fund: গত এক বছরে 'খরার' মধ্যেও শেয়ার বাজার কাঁপিয়েছে পাঁচটি আন্তর্জাতিক মিউচুয়াল ফান্ড। গত এক বছরে এই ফান্ডগুলির প্রতিটি বিনিয়োগকারীদের রিটার্ন দিয়েছে ৯৭ শতাংশের পর্যন্ত।

কলকাতা: বিনিয়োগের ক্ষেত্রে একাংশের কাছে অন্যতম ভরসাযোগ্য মাধ্যমই হল মিউচুয়াল ফান্ড। ঝুঁকির পরিমাণ কম, থাকায় স্বাভাবিক ভাবেই শেয়ারে সরাসরি বিনিয়োগের পরিবর্তে বেশির ভাগ মানুষই ঝুঁকেছে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের দিকে।
এই মিউচুয়াল ফান্ড বিনিয়োগের ক্ষেত্রে আবার দেখা গিয়েছে, লার্জ ক্যাপ ও স্মল ক্যাপে ফান্ডে বিনিয়োগের হিড়িক লগ্নিকারীদের মধ্যে একটু বেশিই। তবে জানেন কি, গত এক বছরে ‘খরার’ মধ্যেও শেয়ার বাজার কাঁপিয়েছে পাঁচটি আন্তর্জাতিক মিউচুয়াল ফান্ড। গত এক বছরে এই ফান্ডগুলির প্রতিটি বিনিয়োগকারীদের রিটার্ন দিয়েছে ৯৭ শতাংশের পর্যন্ত।
মিরা অ্যাসেট ফান্ড (Mirae Asset NYSE FANG+ ETF FoF)
এই পাঁচ আন্তর্জাতিক ফান্ডের মধ্যে অন্যতম এই মিরা অ্য়াসেট ফান্ড। গত এক বছরে বিনিয়োগকারীদের এরা রিটার্ন দিয়েছে ৪৭ শতাংশ। বর্তমানে এই ফান্ড প্রায় ১ হাজার ৮৬৯ কোটি টাকা। গত ২০২১ সাল থেকেই বিনিয়োগকারীদের এমন ভারী রিটার্ন দিয়ে চলেছে এই সংস্থা।
মিরা অ্যাসেট হ্যাং স্যাং ফান্ড (Mirae Asset Hang Seng TECH ETF Fund of Funds)
সেরার সেরা আন্তর্জাতিক ফান্ডগুলির মধ্যে এটিই শ্রেষ্ঠ। ২০২১ সাল বিনিয়োগকারীরা এই ফান্ডে টাকা বিনিয়োগ করছে। এক বছরে এই ফান্ডের রিটার্ন প্রায় ৯৭ শতাংশ।
মিরা অ্যাসেট হ্যাং স্যাং ETF (Mirae Asset Hang Seng TECH ETF)
গত বছরে এক বছরে এই ফান্ডের রিটার্ন ৬৪ শতাংশে লাফ দিয়েছে। যার জেরে কার্যত মালামাল হয়েছে বিনিয়োগকারীরা।
নিপ্পোন ইন্ডিয়া (Nippon India ETF Hang Seng BEES)
এই সংস্থার লার্জ ক্যাপ ফান্ডে বিনিয়োগের পরিমাণ অনেকটাই বেশি। তবে তার তলেই যে এই আন্তর্জাতিক ফান্ডটি লুকিয়ে ছিল তা হয়তো খেয়াল করেনি অনেকেই। গত এক বছরে এর রিটার্ন ৫১ শতাংশ।
ডিএসপি ওয়ার্ল্ড গোল্ড ইটিএফ (DSP World Gold FoF)
সোনায় টাকা ঢালার স্বপ্ন থাকলে, এর থেকে ভাল কিছু হতে পারে না, বলছেন বিশেষজ্ঞরা। এক বছরে রিটার্ন ৫৪ শতাংশ।
বিশেষ বিজ্ঞপ্তি: এটি একটি শিক্ষামূলক প্রতিবেদন। নিজের টাকা, নিজের দায়িত্ব গুছিয়ে নিন। এই প্রতিবেদন কোনও নির্দিষ্ট শেয়ারে বিনিয়োগের পরামর্শ বা উস্কানি দেয় না।





