AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lay Off: একধাক্কায় ৯০০০ কর্মী ছাঁটাই করবে বিশ্বের অন্যতম বড় এই টেক সংস্থা, নেপথ্যে সেই AI!

Lay Off: গত মে মাসেই ৬,০০০ কর্মী ছাটাই করেছিল এই সংস্থা। বিশেষত সেলস বিভাগের কর্মীদের ক্ষেত্রে প্রভাব পড়েছিল। আর এবার খরচে পড়েছে টান।

Lay Off: একধাক্কায় ৯০০০ কর্মী ছাঁটাই করবে বিশ্বের অন্যতম বড় এই টেক সংস্থা, নেপথ্যে সেই AI!
Image Credit: Meta AI
| Updated on: Jul 02, 2025 | 11:19 PM
Share

নয়া দিল্লি: টেক সংস্থা থেকে আবারও হবে কর্মী ছাঁটাই। বিপুল ছাঁটাই করার পথে টেক সংস্থা মাইক্রোসফট। প্রায় ৪ শতাংশ কর্মীর চাকরি বাতিল হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে সংস্থার তরফ থেকে। বুধবারই এই ঘোষণা করা হয়েছে। জানা যাচ্ছে, আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই-এর জন্য যে পরিকাঠামো তৈরি করতে হচ্ছে, তার জেরেই খরচে টান পড়েছে ওই সংস্থার।

গোটা বিশ্ব জুড়ে ওই সংস্থায় কর্মরত রয়েছেন প্রায় ২ লক্ষ ২৮ হাজার কর্মী। গত মে মাসেই ৬,০০০ কর্মী ছাটাই করেছিল এই সংস্থা। বিশেষত সেলস বিভাগের কর্মীদের ক্ষেত্রে প্রভাব পড়েছিল। আর এবার খরচে পড়েছে টান। জানা যাচ্ছে, এআই পরিকাঠামোতে খরচের জেরে জুন ত্রৈমাসিকে লাভ কম হতে পারে এই সংস্থার।

আর বুধবার মাইক্রোসফট জানিয়েছে, সংস্থার কর্মী সংখ্যা কমাতে চায় তারা। বিশেষত ‘গেমস’ বিভাগ থেকে শতাধিক কর্মীর চাকরি গিয়েছে বলে সংবাদসংস্থা রয়টার্সকে জানিয়েছে মাইক্রোসফট। সব মিলিয়ে ৪ শতাংশ অর্থাৎ ৯ হাজারের বেশি কর্মীর চাকরি যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তবে মাইক্রোসফট একা নয়, কিছুদিন আগে মেটা-ও জানিয়েছে ৫ শতাংশ কর্মী কমাতে চায় তারা। পারফর্ম্যান্সের ভিত্তিতে হবে সেই ছাঁটাই। গত বছরই গুগল শতাধিক কর্মীর চাকরি বাতিল করেছে। বাদ যায়নি অ্যামাজনও।