Solar Air Conditioner: এসির বিল হবে ‘শূন্য’! বিনামূল্যে ঠান্ডা হাওয়া ‘খেতে’ এই একটা ট্রিকই যথেষ্ট
Solar Air Conditioner: ধরা যাক, EMI কিংবা ঋণ নিয়ে একটা এসি লাগিয়ে ফেলাও হল। কিন্তু তারপর? হাতি কেনার থেকে তো পোষা কঠিন। শেষমেশ বিদ্যুৎ বিল দিতেই গিয়েই না বেহাল দশা হয়ে যায়। এমন পরিস্থিতিতে কী করা যায়?

কলকাতা: তপ্ত গরম। প্রতি মুহূর্তে হাঁসফাঁস পরিস্থিতি। দিন হোক রাত, আবহাওয়া এমনই যে ঘুম উড়েছে সাধারণ মানুষের। ফ্যান কিংবা কুলার দিয়ে মিটছে না গরম। শরীর ঠান্ডা করতে প্রয়োজন এয়ার কন্ডিশনারের। কিন্তু গরম মানেই তো এসির দামও আকাশছোঁয়া। এই পরিস্থিতিতে কোন দিকে যায় বাঙালি?
ধরা যাক, EMI কিংবা ঋণ নিয়ে একটা এসি লাগিয়ে ফেলাও হল। কিন্তু তারপর? হাতি কেনার থেকে তো পোষা কঠিন। শেষমেশ বিদ্যুৎ বিল দিতেই গিয়েই না বেহাল দশা হয়ে যায়। এমন পরিস্থিতিতে কী করা যায়? উপায় রয়েছে। যদি উদ্দেশ্যে একমাত্র বিদ্যুৎ বিল কমানো হয়, তাহলে একটা পথেই তা সম্ভব। তা হল সোলার এসি বা সৌরবিদ্যুৎ চালিত এসি।
অন্য এসির থেকে কেন ভাল?
ব্যবহারকারীরা বলছেন, সাধারণ এসি, সেটা তিন স্টার হোক বা পাঁচ স্টার। ২৪ ঘণ্টা চালিয়ে রাখলে বিদ্যুতের বিল আকাশছোঁয়া আসতে বাধ্য। কেউ যদি ২৪ ঘণ্টা নাও চালায়, অন্তত গোটা রাত চালিয়ে রাখে, তার ফলেও যে বিল উঠবে, তা কিন্তু হতে পারে অনেকটাই বেশি।
এই পরিস্থিতিতে বিদ্যুৎ বিল কমিয়ে ঠান্ডা হাওয়া খেতে আশা জোগাচ্ছে সোলার এসি। জানা গিয়েছে, এর যে আউটপুট তার সঙ্গে জোড়া থাকে সৌর বিদ্যুৎ প্রস্তুতকারী প্যানেলটি। সারাদিন সেই প্যানেল থেকে তাপ সংগ্রহ করে বিদ্যুৎ তৈরি করতে সক্ষম সোলার এসি। আর দামও যে খুব আহামরি এমনটা নয়। সাধারণ এসির দামেই বিক্রি হয় এই সৌরবিদ্যুৎ চালিত এসিগুলি। শুধু চর্চায় জায়গা না পাওয়া আসতে পারে না সামনে।





