Groww-Zerodha কে টেক্কা দিতে এবার শেয়ার ব্রোকিংয়ের দুনিয়ায় নামছে PhonePe, এসে গেল নয়া অ্যাপ
Share Market: ইতিমধ্যেই Zerodha, ICICI Direct, Edelweiss Broking, Axis Direct App, Upstox, IIFL Markets, Angel Broking, Groww এর মতো অ্যাপগুলি শেয়ার ব্রোকিংয়ের দুনিয়ায় বড় বাজার ধরে ফেলেছে। সে কারণেই কড়া মোকাবিলার মধ্যে পড়তে চলেছে ফোন-পে।
কলকাতা: শেয়ার মার্কেটে (Share Market) ব্রোকিংয়ের দুনিয়ায় এবার পা রাখতে চলেছে বিখ্যাত ইউপিআই তথা অনলাইন লেনদেন অ্যাপ ফোন-পে (Phonepe)। দীর্ঘদিন থেকেই মোবাইল রিচার্জ, ইলেকট্রিক থেকে গ্যাসের বিল পেমেন্ট, ব্রডব্যান্ড, ডিটিএইচ, কেবল টিভির বিল পেমেন্টের মতো পরিষেবা দিয়ে আসছে এই অ্যাপ। একইসঙ্গে এলআইসি-র প্রিমিয়াম, ক্রেডিট কার্ড বিল, মিউনিসিপাল ট্যাক্স দেওয়ার মতো পরিষেবা মেলে। তবে সবথেকে জনপ্রিয় ইউপিআই পেমেন্ট সিস্টেম। ওয়ালমার্টের অধীনে থাকা এই সংস্থা এবার সরাসরি নামতে চলছে শেয়ার মার্কেটের দুনিয়ায়। শনিবারই সংস্থার তরফে এই ঘোষণা করে দেওয়া হয়েছে। বাজারে এসে গিয়েছে ‘Share.Market’ নামে একটি অ্যাপ। এই অ্যাপের মাধ্যমেই বিনিয়োগকারীরা চাইলে যে কোন স্টক, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারবেন।
এ প্রসঙ্গে সংস্থার প্রতিষ্ঠাতা তথা সিইও সমীর নিগম বলেন, “আমরা সম্প্রতি ঋণ, বীমা এবং পেমেন্ট গেটওয়ে ব্যবসা চালু করেছি। আমরা চার বছর আগে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউশনও শুরু করেছিলাম। এখন আমরা এবার সাবসিডিয়ারি ফোনপে ওয়েলথের অধীনে স্টক ব্রোকিং ব্যবসায় ঢুকে পড়লাম।”
২০২২ সালে PhonePe WealthDesk এবং OpenQ-র মতো দুটি সম্পদ প্রযুক্তি প্ল্যাটফর্ম অধিগ্রহণ করেছে। যার বাজার মূল্য প্রায় ৭ কোটি ডলার। প্রসঙ্গত, ২০২১ সালেই শেয়ারে পা দেওয়ার প্রাথমিক প্রক্রিয়া শুরু করে দিয়েছিল PhonePe। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা SEBI এর কাছে লাইসেন্সের পাওয়ার জন্য আবেদন করেছিল। সূত্রের খবর, শেষ পর্যন্ত এই লাইসেন্স হাতে এসেছে ফোন পে-র। সে কারণেই আর দেরি না করে তারা নেমে পড়েছে শেয়ারের দুনিয়ায়। তবে শেয়ার ব্রোকিং দুনিয়ায় ফোন-পে এর হাতেখড়ি হলেও তাঁকে যে কড়া প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে তা আর বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই Zerodha, ICICI Direct, Edelweiss Broking, Axis Direct App, Upstox, IIFL Markets, Angel Broking, Groww এর মতো অ্যাপগুলি শেয়ার ব্রোকিংয়ের দুনিয়ায় বড় বাজার ধরে ফেলেছে। ইতিমধ্যেই তালিকায় থাকা বেশ কয়েকটি অ্যাপ ব্যাপক জনপ্রিয়তাও অর্জন করেছে। সেখানে ফোন-পে কে কড়া প্রতিযোগিতার মোকাবিলা করে জনপ্রিয়তা অর্জন করতে বেশ কিছুটা সময় লাগবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।