Travel: এই পুজোয় ভিসা ছাড়াই বিদেশ ঘুরুন, এশিয়া থেকে আমেরিকা, ঘুরতে পারবেন একাধিক মহাদেশে!
Travel Without Visa: আমাদের প্রতিবেশী দেশ ভুটান, নেপাল বা অনেকটা দূরের ফিজি বা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, এবার পুজোয় ভিসা ছাড়া বেড়াতে গেলে ছুঁয়ে আসতে পারেন বৈচিত্র্যময় অভিজ্ঞতা।

এই পুজোয় ভিসা ছাড়া বিদেশ যেতে চান? আসলে এমন অনেক জায়গা রয়েছে যেখানে আপনি যেতে পারবেন ভিসা ছাড়াই বা ভিসা অন অ্যারাইভ্যালে। আপনার শুধুমাত্র ভারতীয় পাসপোর্ট থাকলেই হল। আমাদের প্রতিবেশী দেশ ভুটান, নেপাল বা অনেকটা দূরের ফিজি বা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, এবার পুজোয় ভিসা ছাড়া বেড়াতে গেলে ছুঁয়ে আসতে পারেন বৈচিত্র্যময় অভিজ্ঞতা।
ভুটান বা নেপাল যেতে ভিসা লাগে না ভারতীয় নাগরিকদের। শুধুমাত্র পাসপোর্ট বা ভোটার আইডি থাকলেই ওই দুই দেশে যেতে পারেন ভারতীয়রা। সেপ্টেম্বরে একদিকে যেমন ভুটানে উৎসবের সময়। অন্যদিকে নেপালে হাতছানি দিয়ে ডাকে ‘দেবতাত্মা’ হিমালয়।
এবার এই দুই প্রতিবেশী ছাড়াও ফিজি, মরিশাস ও ইন্দোনেশিয়া ভারতীয়দের দিচ্ছে ভিসা-ফ্রি ভ্রমণের সুযোগ। ফিজির ‘ব্লু লেগুন’, মরিশাসের কোরাল রিফ ও ইন্দোনেশিয়ার বালির সমুদ্রতীর হয়ে উঠতে পারে ভ্রমণপিপাসুদের জন্য আদর্শ গন্তব্য। আবার সেপ্টেম্বরে এই সব অঞ্চলের আবহাওয়া থাকে আরামদায়ক এবং পর্যটকও থাকে তুলনামূলক ভাবে কম।
এ ছাড়াও শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও মালয়েশিয়া ভারতীয়দের জন্য ভিসা ফ্রি ট্রাভেলের সুযোগ দিচ্ছে। ফলে সংক্ষিপ্ত ভ্রমণ হয়ে উঠবে আরও সহজ ও সস্তা। কলম্বো থেকে ক্যান্ডি কিংবা ব্যাংকক থেকে ফুকেট—সর্বত্রই সংস্কৃতির সঙ্গে মিলেমিশে রয়েছে প্রকৃতি।
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের একাধিক দেশ, যেমন জামাইকা বা বাহামা ভিসা-ফ্রি বা ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা দিচ্ছে ভারতীয়দের। সেপ্টেম্বরে ওই সব দেশে ভিড় কম থাকায় সমুদ্র সৈকতে রোদ্দুরের স্পর্শ পাবেন একেবারে নিরিবিলি পরিবেশে।
এ ছাড়াও, ভারতীয়রা অনলাইনে প্রি-অ্যারাইভাল রেজিস্ট্রেশন করে ১৪ দিন পর্যন্ত ভিসা-ফ্রি ভ্রমণ করতে পারবেন হংকংয়ে। আকাশচুম্বী অট্টালিকা বা ভিক্টোরিয়া হারবার ও নাইট মার্কেট কিন্তু এই দেশে ভ্রমণের অন্যতম আকর্ষণ। সব মিলিয়ে, এই বছরের সেপ্টেম্বরে ভারতীয় পর্যটকদের জন্য বিদেশে ঘোরার ক্ষেত্রে ভিসা নিয়ে সমস্যা অনেকই কমবে বলে মনে করা হচ্ছে।
