AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vande Bharat Sleeper: বসে নয়, শুয়ে শুয়ে যাবেন বন্দে ভারতে, কোন রুটে চালু হচ্ছে স্লিপার ট্রেন? কতই বা ভাড়া?

Indian Railways: জানা গিয়েছে, বন্দে ভারত স্লিপার ট্রেনের সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ১৬০ কিলোমিটার। ৮২৩ জন যাত্রী এই ট্রেনে সফর করতে পারবেন।

Vande Bharat Sleeper: বসে নয়, শুয়ে শুয়ে যাবেন বন্দে ভারতে, কোন রুটে চালু হচ্ছে স্লিপার ট্রেন? কতই বা ভাড়া?
বন্দে ভারত স্লিপার ট্রেন।Image Credit: X
| Updated on: Apr 20, 2025 | 1:53 PM
Share

নয়া দিল্লি: আরামদায়ক ট্রেন সফরের কথা ভাবলেই এখন প্রথমেই মাথায় আসে বন্দে ভারতের কথা। দেশের প্রথম সেমি-হাই স্পিড ট্রেন এটি। এই ট্রেনের জনপ্রিয়তা এতটাই বেশি যে বিভিন্ন রুটে চালু করা হয়েছে এই বন্দে ভারত। এবার আরও এক ধাপ এগিয়ে, চালু করা হচ্ছে বন্দে ভারত স্লিপার ট্রেন। কোন রুটে প্রথম এই ট্রেন চালু হবে জানেন?

ভারতীয় রেলওয়ের পরিকল্পনা, চলতি অর্থবর্ষেই ১০টি বন্দে ভারত স্লিপার ট্রেন চালু করা। রেল সূত্রে খবর, দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হবে কেরল থেকে। তিরুবনন্তপুরম থেকে এই স্লিপার ট্রেন চালানোর পরিকল্পনা। তবে কতদূর অবধি চলবে এই ট্রেন, অর্থাৎ ট্রেনের সম্পূর্ণ রুট এখনও স্থির করা হয়নি।

জানা গিয়েছে, বন্দে ভারত স্লিপার ট্রেনের সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ১৬০ কিলোমিটার। ৮২৩ জন যাত্রী এই ট্রেনে সফর করতে পারবেন। ট্রেনে থাকছে এসি ৩ টায়ার, এসি ২ টায়ার ও ফার্স্ট ক্লাস এসি। এসি ৩ টায়ারে ৬১১ জন যাত্রী সফর করতে পারবেন। এসি ২ টায়ারে ১৮৮ জন এবং ফার্স্ট ক্লাস এসি-তে ২৪ জন যাত্রী সফর করতে পারবেন।

কী কী সুবিধা থাকবে বন্দে ভারত স্লিপার ট্রেনে?

বন্দে ভারতের ক্ষেত্রে একমাত্র অভিযোগ ছিল, এতে শোওয়ার জায়গা নেই। যাত্রীদে বসে যেতে হয়। এই কারণে বন্দে ভারত এক্সপ্রেস শুধু দিনের বেলাতেই চলে। বন্দে ভারত স্লিপার ট্রেনে যাত্রীদের শুয়ে সফর করার সুবিধা থাকবে।

বিশ্বমানের নানা সুবিধা থাকবে বন্দে ভারত স্লিপার ট্রেনে। ইউএসবি চার্জি পোর্ট থেকে ইন্টিগ্রেটেড রিডিং লাইট, পাবলিক অ্যানাউন্সমেন্ট ও ভিজ্যুয়াল ইনফরমেশন সিস্টেম থাকবে। ডিসপ্লে প্যানেল থেকে সিকিউরিটি ক্যামেরা, মডিউলার প্যান্ট্রি থাকবে। বিশেষভাবে সক্ষমদের জন্য বিশেষ বার্থ ও টয়লেটের ব্যবস্থা থাকবে। কবচ সিস্টেম থাকবে প্রতিটি ট্রেনে। এসি ফার্স্ট ক্লাসে থাকবে শাওয়ারের ব্যবস্থাও।

রেল সূত্রে খবর, ৩ হাজার থেকে ৫ হাজার টাকা ভাড়া হবে এই ট্রেনের।