IPL 2025, Final: Virat Kohli-র হাতে IPL ট্রফি, ফাইনাল না খেলেও চ্যাম্পিয়ন Mukesh Ambani-র Reliance!

IPL 2025, Business: ২০২৫-এর আইপিএল শুধুমাত্র ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা বিসিসিআইয়েরই পকেট ভরিয়েছে এমন নয়। এবারের আইপিএলে আগের তুলনায় অনেকগুণ লাভবান হয়েছে জিও হটস্টারের মতো সংস্থাও।

IPL 2025, Final: Virat Kohli-র হাতে IPL ট্রফি, ফাইনাল না খেলেও চ্যাম্পিয়ন Mukesh Ambani-র Reliance!

Jun 04, 2025 | 6:07 PM

২০২৫ সালের আইপিএল নতুন চ্যাম্পিয়ন পেল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পঞ্জাব কিংসের মধ্যে ফিনাল ম্যাচে পঞ্জাবকে হারিয়ে ট্রফি জিতলেন বিরাট কোহলির। কোহলির ট্রফি জয়ের পরই উদ্বেলিত হয়ে ওঠে কাশ্মীর থেকে কন্যাকুমারি। অন্যদিকে, তথ্য বলছে এই ফাইনাল ম্যাচ দেখেছেন প্রায় ৬৪ কোটি ৩০ লক্ষ দর্শক।

২০২৫-এর আইপিএল শুধুমাত্র ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা বিসিসিআইয়েরই পকেট ভরিয়েছে এমন নয়। এবারের আইপিএলে আগের তুলনায় অনেকগুণ লাভবান হয়েছে জিও হটস্টারের মতো সংস্থাও। গত বছর জিও সিনেমায় আইপিএল ফাইনাল ম্যাচ দেখেছিলেন ৬০ কোটি ২০ লক্ষ মানুষ। আর এবার সেই রেকর্ডও ভেঙে গিয়েছে।

জিও হটস্টারে ৬৩.১৬ শতাংশ অংশীদারিত্ব রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের। এর মধ্যে ৪৬.৮২ শতাংশ অংশীদারিত্ব রয়েছে ভায়াকম ১৮-এর মাধ্যমে। বাকি ১৬.৩৪ শতাংশে রয়েছে সরাসরি অংশীদারিত্ব। আরেই বিপুল সংখ্যক দর্শক এই ম্যাচ দেখায় আখেরে পকেট ভরেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের।

জিও হটস্টারে ম্যাচ দেখার জন্য মানুষ এই অ্যাপে সাবস্ক্রিপশন কেনে। যা থেকে উপার্জন করে রিলায়েন্স। এ ছাড়াও ম্যাচ চলাকালীন যে বিজ্ঞাপন চলে, তা থেকেও মোটা অঙ্কের অর্থ উপার্জন করে রিলায়েন্স। আইপিএলের ম্যাচে ১০ সেকেন্ডের বিজ্ঞাপন দেখানোর জন্য সাধারণত ১৮ থেকে ১৯ লক্ষ টাকা নেয় জিও। তবে, এবারের আইপিএল শুরুর আগে এক রিপোর্টে লেখা হয়েছিলও যে এবারে সেই খরচ ২০ থেকে ৩০ শতাংশ বাড়তে পারে।

আইপিএলের বিজ্ঞাপন দেখানোর খরচ যদি ২০ থেকে ৩০ শতাংশ বেড়ে থাকে তাহলে এবারে অম্বানির আয়ও বেড়েছে অনেকগুণ। মনে করা হচ্ছিল এবারের আইপিএল দেখিয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ প্রায় ৬০০০ কোটি টাকা উপার্জন করতে পারে। তবে, এখনও পর্যন্ত নির্দিষ্ট করে এটা বলা খুবই কঠিন যে আসলে কত টাকা উপার্জন করেছেন মুকেশ অম্বানি। তবে, এই কথা বলাই যায় যে, আইপিএল ফাইনালে না খেলেও আসল চ্যাম্পিয়ন হয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধারই!