নয়া দিল্লি: পেঁয়াজের উৎপাদন কমতে পারে বলে জল্পনা শুরু হয়েছিল কয়েকদিন আগে। অন্যদিকে রফতানি শুল্ক কমানোর পর আবারও বেড়েছে পেঁয়াজের দাম। এর পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। সরকারি তথ্য বলছে, দিল্লিতে পেঁয়াজের গড় দাম কেজি প্রতি ৫৮ টাকায় পৌঁছেছে। গত মাসের শেষ দিনে এই দাম ছিল ৫৫ টাকা। গত বছরের ২৩ সেপ্টেম্বর পেঁয়াজের দাম ছিল ৩৮ টাকা প্রতি কেজি। অর্থাৎ গত এক বছরে পেঁয়াজের দাম ৫৩ শতাংশ বেড়েছে।
জানা যাচ্ছে, পাইকারি বাজারে বাফার স্টক থেকে বিক্রি বাড়িয়ে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা চলছে। সচিব নিধি খারে সোমবার জানিয়েছেন, কেন্দ্র দিল্লি এবং অন্যান্য বড় শহরগুলির পাইকারি বাজারের বাফার স্টক থেকে পেঁয়াজ সরবরাহ করা শুরু করেছে। সরকার সারা দেশে ভর্তুকিযুক্ত পেঁয়াজ পাইকারি বাজারে বিক্রি করার পরিকল্পনা করছে। এর ফলে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে থাকবে বলেই আশা করা হচ্ছে।
সরকার পরিকল্পনা করেছে যাতে, প্রতি কেজি পেঁয়াজ ভর্তুকিযুক্ত হারে, ৩৫ টাকায় দেশ জুড়ে বিক্রি করা যায়। সরকারি তথ্য অনুসারে, ২৩ সেপ্টেম্বর দিল্লিতে পেঁয়াজের খুচর মূল্য ৫৮ টাকা প্রতি কেজি, মুম্বই এবং চেন্নাইতে দাম যথাক্রমে ৫৮ টাকা এবং ৬০ টাকায় পৌঁছেছে। সরকার দিল্লি এবং অন্যান্য রাজ্যের রাজধানীতে ন্যাশনাল কো-অপারেটিভ কনজিউমার ফেডারেশন অব ইন্ডিয়া (NCCF) এবং ন্যাশনাল এগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন অব ইন্ডিয়া (NAFED)-র মোবাইল ভ্যান এবং দোকানগুলির মাধ্যমে প্রতি কেজি ৩৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি করছে।