Burj Khalifa Advertisement: বুর্জ খলিফার গায়ে বিজ্ঞাপন দিতে চান? জানেন কত খরচ পড়ে?
Advertisement on Burj Khalifa: ভারতের স্বাধীনতা দিবসের দিন বুর্জ খলিফায় দেখা যায়, ভারতের জাতীয় পতাকার তেরঙ্গা রঙ। আবার শাহরুখ খানের জন্মদিনে, বুর্জ খলিফায় দেখা যায় শাহরুখ খানের ছবি। আপনিও কিন্তু চাইলেই বিখ্যাত বুর্জ খলিফার গায়ে বিজ্ঞাপন দিতে পারেন। আপনার জন্মদিনে আপনারও ছবি ফুটে উঠতে পারে বুর্জ খলিফায়। কীভাবে দেওয়া যায় এই বিজ্ঞাপন, কতই বা খরচ পড়ে?

দুবাই: নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারের বিলবোর্ডের মতোই বিশ্বের অন্যতম সেরা বিজ্ঞাপনের জায়গা হল আরব আমিরশাহির বুর্জ খলিফা। বিভিন্ন বিশেষ বিশেষ দিনে, রাতের অন্ধকারে বিশেষ বিশেষ আলোর সাজে সেজে ওঠে বুজ খলিফা। তার পাশাপাশি, বিশ্বের এই সর্বোচ্চ ভবনের গায়ে আলোয় ফুটে ওঠে বিভিন্ন বিজ্ঞাপনও। ভারতের স্বাধীনতা দিবসের দিন বুর্জ খলিফায় দেখা যায়, ভারতের জাতীয় পতাকার তেরঙ্গা রঙ। আবার শাহরুখ খানের জন্মদিনে, বুর্জ খলিফায় দেখা যায় শাহরুখ খানের ছবি। আপনিও কিন্তু চাইলেই বিখ্যাত বুর্জ খলিফার গায়ে বিজ্ঞাপন দিতে পারেন। আপনার জন্মদিনে আপনারও ছবি ফুটে উঠতে পারে বুর্জ খলিফায়। তবে, তার জন্য কিছু শর্ত আছে।
বুর্জ খলিফার গায়ে বিজ্ঞাপন দিতে গেলে সবার আগে ‘ইমার প্রপার্টিজ’-এর অনুমতি দরকার। ইমার প্রপার্টিজই বিশ্বের সর্বোচ্চ ভবনটির মালিক। তাদের সম্মতি ছাড়া, কোনও বিজ্ঞাপন এই ভবনের গায়ে দেখানো যায় না। এবার আসা যাক, টাকা-পয়সার কথায়। বিজ্ঞাপনটি কতক্ষণ চলবে এবং কোন সময়ে চলবে, বুর্জ খলিফায় বিজ্ঞাপন দেওয়ার খরচ নির্ভর করে তার উপর। একটা উদাহরণ দিলে বিষয়টা স্পষ্ট হবে।

বুর্জ খলিফার গায়ে উদযাপন গান্ধী জয়ন্তী এবং রাম মন্দিরের উদ্বোধনের
ধরা যাক প্রাইম টাইমে, অর্থাৎ, রাত ৮টা থেকে রাত ১০টার মধ্যে একবারই কেউ একটি ৩ মিনিট দীর্ঘ বার্তা বা বিজ্ঞাপন দিতে চান বুর্জ খলিফার গায়ে। এর জন্য খরচ পড়বে ৩.৫ লক্ষ দিরহাম বা ভারতীয় মুদ্রায় প্রায় ৭৯.৬২ লক্ষ টাকা। সপ্তাহান্তে বিজ্ঞাপন দিতে গেলে খরচ আরও বাড়বে। সপ্তাহান্তে, রাত ৮টা থেকে ১০টার মধ্যে ৩ মিনিটের বিজ্ঞাপনের মূল্য ৪.৫ লক্ষ দিরহাম বা ভারতীয় মুদ্রায় ১ কোটি ২ লক্ষ টাকা। যদি কেউ রাত ৮টা থেকে রাত ১০টার মধ্যে দুবার ৩ মিনিটের বিজ্ঞাপন দিতে চান, তাকে খরচ করতে হবে ৫.৮ লক্ষ দিরহাম বা প্রায় ১ কোটি ৩২ লক্ষ টাকা। আর বিজ্ঞাপনটি যদি সন্ধ্যা ৭টার পর থেকে মধ্যরাতের মধ্যে পাঁচবার দেখানো হয়, তাহলে আনুমানিক ১০ লক্ষ দিরহাম বা, ভারতীয় মুদ্রায় প্রায় ২.২৭ কোটি টাকা খরচ হবে।
বুর্জ খলিফায় কারা বিজ্ঞাপন দেবে, তা পরিচালনা করে ‘মুলেন লো মেনা’ নামে এক মার্কেটিং সংস্থা। তাদের সদর দফতর দুবাইয়েই অবস্থিত। যদি কেউ, বুর্জ খলিফার গায়ে কোনও ব্র্যান্ড বা ব্যক্তিগত বার্তা প্রচার করতে চান, তাহলে তাঁকে ‘মুলেন লো মেনা’-র কাছে তার বিজ্ঞাপন বা বার্তাটি জমা দিতে হবে। যে নির্দিষ্ট দিনে ওই ব্যক্তি বুর্জ খলিফার গায়ে তাঁর বিজ্ঞাপন বা বার্তা দিতে চান, তার কমপক্ষে চার সপ্তাহ আগে বিজ্ঞাপন বা বার্তাটি জমা দিতে হয়। এরপর, বুর্জ খলিফার মালিক, ‘ইমার প্রপার্টিজ’ অনুমোদন দিলেই বিজ্ঞাপনটি প্রদর্শিত হবে।





