এবার কি করবে Bangladeshi-রা? মুখের উপর দরজা বন্ধ করে দিচ্ছে একের পর এক মুসলিম রাষ্ট্র!
Bangladesh: উজবেকিস্তানও তাদের ই-ভিসার তালিকা থেকে বাদ দিয়েছে বাংলাদেশিদের নাম। তবে শুধু ঘুরতে যাওয়া নয়, বিদেশে কাজ করেন যে সব বাংলাদেশিরা তাদের কপালেও চিন্তার ভাঁজ পড়েছে।

শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর থেকেই বিভিন্ন ক্ষেত্রেই চাপে পড়ছে বাংলাদেশিরা। এমনকি ভিসা পেতেও দেওয়ালে পিঠ ঠেকে যাচ্ছে সে দেশের লোকেদের। এমনকি বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না ইন্দোনেশিয়া, মালয়েশিয়া বা সৌদি আরবের মতো মুসলিম রাষ্ট্রও।
কম্বোডিয়া, ভিয়েতনামের ভিসাও পাচ্ছে না বাংলাদেশিরা। বিশেষত বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা বন্ধ করে দিয়েছে ভিয়েতনামের সরকার। ইন্দোনেশিয়ার ভিসা পাওয়ার জন্য মাসের পর মাস অপেক্ষা করতে হচ্ছে বাংলাদেশিদের।
আগে মাত্র ৩ দিনের মধ্যেই পাওয়া যেত থাইল্যান্ডের ভিসা। এখন তা আবেদন করলেই বাতিল হয়ে যাচ্ছে। আমাদের দেশ ভারতও বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ রেখেছে। এমনকি দুবাই যেতেও তাদের অনেক সমস্যা পোহাতে হচ্ছে।
আর এক মুসলিম রাষ্ট্র উজবেকিস্তানও তাদের ই-ভিসার তালিকা থেকে বাদ দিয়েছে বাংলাদেশিদের নাম। তবে শুধু ঘুরতে যাওয়া নয়, বিদেশে কাজ করেন যে সব বাংলাদেশিরা তাদের কপালেও চিন্তার ভাঁজ পড়েছে। কারণ, সৌদি আরব ব্লক ওয়ার্ক ভিসা থেকে ভিজিট ভিসা, সব বন্ধ করে দিয়েছে। সংযুক্ত আরব আমিরশাহিও বাংলাদেশি কর্মীদের জন্য তাদের দরজা বন্ধ করে দিয়েছে।
এই সব দেশের পাশাপাশি ওমান, মালয়েশিয়া ও ইটালির মতো দেশগুলোতেও কাজের ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য বাড়ছে ভিসার জটিলতা। আগামীতে বাংলাদেশিরা আরও অনেক বেশি দেশে সমস্যায় পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
