AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Anant-Radhika: বয়ফ্রেন্ডের সম্পত্তি ১ লক্ষ কোটির বেশি, জানেন কে এই মহিলা?

Anant-Radhika pre wedding: ওরাকল (Oracle) সংস্থার সিইও মার্ক হার্ডের স্ত্রী ছিলেন পলা। অক্টোবর ২০১৯-এ মৃত্যু হয় মার্কের। টেক্সাস ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন পলা। বাণিজ্য, সেলস, ইভেন্ট ম্যানেজমেন্ট সংক্রান্ত বিষয়ে তিনি অত্যন্ত দক্ষ।

Anant-Radhika: বয়ফ্রেন্ডের সম্পত্তি ১ লক্ষ কোটির বেশি, জানেন কে এই মহিলা?
পলা হার্ডImage Credit: Facebook
| Updated on: Mar 12, 2024 | 9:10 AM
Share

অনন্ত অম্বানী ও রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ অনুষ্ঠানে দেখা মিলেছে অনেক বিদেশি অতিথি। টেক দুনিয়ার তাবড় ব্যক্তিত্বরা পরিবার নিয়ে এসে সামিল হয়েছিলেন অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন মার্ক জুকারবার্গ সহ অনেকেই। বান্ধবী সহ হাজির ছিলেন মাইক্রোসফট কর্তা বিল গেটস। দুনিয়ার ধনীতম ব্যক্তিদের তালিকায় তিনি অন্যতম। ২০২১ সালে অগস্টেই মেলিন্ডা গেটসের সঙ্গে বিচ্ছেদ হয়েছে তাঁর। এবার প্রকাশ্যে আনলেন বান্ধবীকে।

বর্তমানে বিল গেটসের বান্ধবী পলা হার্ড। প্রথম থেকে সম্পর্কের কথা ব্যক্তিগতই রেখেছিলেন তাঁরা। গত বছর প্রথম আসেন পলা হার্ড। তারপর থেকে একাধিক অনুষ্ঠানে তাঁদের দেখা গিয়েছে একসঙ্গে। এবার ভারতেও এলেন একসঙ্গে।

কে এই পলা হার্ড?

ওরাকল (Oracle) সংস্থার সিইও মার্ক হার্ডের স্ত্রী ছিলেন পলা। অক্টোবর ২০১৯-এ মৃত্যু হয় মার্কের। টেক্সাস ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন পলা। বাণিজ্য, সেলস, ইভেন্ট ম্যানেজমেন্ট সংক্রান্ত বিষয়ে তিনি অত্যন্ত দক্ষ।

২০২৩ সাল থেকে বিল গেটসের সঙ্গে পলার সম্পর্কের কথা শোনা যায়। এমনকী তাঁদের এনগেজমেন্টের কথাও প্রকাশ্যে আসে। পলার আঙুলে আংটি পরিয়ে দেন বিল গেটস।

Who is Paula Hurd, girl friend of Bill gates, see the pics

বিল গেটস ও পলা হার্ড

উল্লেখ্য, বর্তমানে বিল গেটসের সম্পত্তি ১ লক্ষ কোটির বেশি। ফোর্বস-এর শেষ হিসেব অনুযায়ী, তাঁর সম্পত্তির অঙ্ক ১২৩ বিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ১ লক্ষ কোটির বেশি।