Bank Account: ব্যাঙ্কে কোনও নমিনি না থাকলে গ্রাহকের মৃত্য়ুর পর কে পায় টাকা?
Bank Account: অনেকেই প্রশ্ন করেন, যদি কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে নমিনি যোগ না করা হয় এবং গ্রাহকের মৃত্যু হয়, তাহলে সেই অ্যাকাউন্টে জমা টাকা উত্তরাধিকারী কে হবে?

নয়া দিল্লি: প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য একজন নমিনি থাকা খুবই গুরুত্বপূর্ণ। যখনই আপনি কোনও ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে যান, তখন ব্যাঙ্কের অফিসাররা একজন নমিনি বেছে নিতে বলেন। সেই নমিনির নাম, গ্রাহকের সঙ্গে তাঁর সম্পর্ক, বয়স এবং ঠিকানাও জমা দিতে হয় ব্যাঙ্কে।
অনেকেই প্রশ্ন করেন, যদি কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে নমিনি যোগ না করা হয় এবং গ্রাহকের মৃত্যু হয়, তাহলে সেই অ্যাকাউন্টে জমা টাকা উত্তরাধিকারী কে হবে?
এ ক্ষেত্রে উত্তরাধিকারী হতে পারে গ্রাহকের স্ত্রী বা স্বামী, সন্তান এবং বাবা-মা। তাঁরাই হন আইনি উত্তরাধিকারী। যদি মৃত গ্রাহক অবিবাহিত হন, তাহলে তাঁর বাবা-মা এবং ভাইবোনরা আইনি উত্তরাধিকারী হবে। যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনও নমিনি না থাকে, তাহলে আইনি উত্তরাধিকারী নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করে ব্যাঙ্ক থেকে টাকা তুলতে পারবেন।
গ্রাহকের মৃত্যুর পর, তার ডেথ সার্টিফিকেটের একটি কপি ব্যাঙ্কে জমা দিতে হবে। ব্যাঙ্ক নিশ্চিত করবে যে টাকা কার হাতে যাবে। প্রয়োজনে আদালতের কাছ থেকে উত্তরাধিকার সার্টিফিকেট চাওয়া যেতে পারে।





