AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পুরনো ১ টাকার নোটের বিনিময়ে ৪৫ হাজার টাকা

Coinbazzar ওয়েবসাইটে গিয়ে আপলোড করতে হবে আপনার নোটের ছবি। তবে কিছু শর্ত আছে। নোটটি হতে হবে ১৯৫৭ সালের। সেই নোটে থাকতে হবে গর্ভনর এইচ এম পটেলের স্বাক্ষর। নোটের সিয়াল নম্বর ১২৩৪৫৬ হতে হবে।

পুরনো ১ টাকার নোটের বিনিময়ে ৪৫ হাজার টাকা
ছবি- টুইটার
| Edited By: | Updated on: Aug 09, 2021 | 2:43 PM
Share

অবিশ্বাস্য হলেও সত্যি! পুরনো (Old) ১ টাকার নোট থাকলে আপনি পেতে পারেন ৪৫ হাজার টাকা। সম্প্রতি পুরনো কয়েন ও নোটের চাহিদা বাড়তে শুরু করেছে। পুরনো মুদ্রা বিক্রি করে অনেক টাকা পাওয়ার সুযোগ এসেছে। কিছু ওয়েবসাইটে পুরনো মুদ্রার ছবি আপলোড করে ঘরে বসেই পাওয়া গিয়েছে অনেক টাকা (Money)।

এমন অনেকে আছেন যারা পুরনো কয়েন ও নোটের সংগ্রাহক। এখন তাদের অবস্থা যেন সোনায় সোহাগা। এরই মধ্যে পাওয়া গেল সুখবর। কয়েনবাজার ওয়েবসাইটে পুরনো ১ টাকার নোট বিক্রি করার আশ্চর্য সুযোগ এসেছে। এই খবরে স্বাভাবিক ভাবেই সাধারণ মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। অনেকে আবার ইতিমধ্যেই বাড়িতে খুঁজতে শুরু করেছেন পুরনো নোট।

Coinbazzar ওয়েবসাইটে গিয়ে আপলোড করতে হবে আপনার নোটের ছবি। তবে কিছু শর্ত আছে। নোটটি হতে হবে ১৯৫৭ সালের। সেই নোটে থাকতে হবে গর্ভনর এইচ এম পটেলের স্বাক্ষর। নোটের সিয়াল নম্বর ১২৩৪৫৬ হতে হবে। তাহলেই পেতে পারেন ৪৫ হাজার টাকা।

আপনার নোটের ছবি তুলে কয়েনবাজার ওয়েবসাইটে আপলোড করুন। সেক্ষেত্রে বিজ্ঞাপনের হিসেবে নোটটি সেখানে দেখা যাবে। আগ্রহী ব্যক্তিরা কিনতে চাইলেই আপনার সঙ্গে যোগাযোগ করবে। তখন দামদর করে আপনার নোটটি বিক্রি করতে পারবেন। আরও পড়ুন: অবসরের পর টাকা জমাবেন? রইল প্রবীন নাগরিকদের জন্য বিশেষ স্কিমের খুঁটিনাটি