Bank of Baroda Recruitment: ব্যাঙ্ক অব বরোদায় চাকরির সুযোগ, এই তারিখের মধ্য়ে করুন আবেদন

BOB Recruitment 2023: ব্যাঙ্ক অব বরোদা দিচ্ছে চাকরির সুযোগ। সিনিয়র ম্য়ানেজার পদে কর্মী নিয়োগ করল এই ব্য়াঙ্ক। ইতিমধ্য়েই এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদনল পাঠানোর শেষ তারিখ ২৬ ডিসেম্বর।

Bank of Baroda Recruitment: ব্যাঙ্ক অব বরোদায় চাকরির সুযোগ, এই তারিখের মধ্য়ে করুন আবেদন
Follow Us:
| Edited By: | Updated on: Dec 08, 2023 | 7:30 AM

নয়া দিল্লি: ব্যাঙ্কে চাকরি করতে চান? তবে দারুণ সুযোগ অপেক্ষা করছে আপনার জন্য। ব্যাঙ্ক অব বরোদা দিচ্ছে চাকরির সুযোগ। সিনিয়র ম্য়ানেজার পদে কর্মী নিয়োগ করল এই ব্য়াঙ্ক। ইতিমধ্য়েই এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদনল পাঠানোর শেষ তারিখ ২৬ ডিসেম্বর। আগ্রহী আবেদনকারীরা সরাসরি ব্যাঙ্ক অব বরোদার অফিসিয়াল ওয়েবসাইট bankofbaroda.in- এ গিয়ে আবেদন জানাতে পারেন।

ব্যাঙ্ক অব বরোদার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিনিয়র ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হবে। মোট ২৫০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

আবেদন পাঠানোর শেষ তারিখ-

৬ ডিসেম্বর থেকে এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদন পাঠানোর শেষ তারিখ ২৬ ডিসেম্বর।

শিক্ষাগত যোগ্যতা-

এই শূন্যপদে আবেদনের জন্য আবেদনকারীদের এমবিএ স্নাতক বা সমতুল্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।

বয়সসীমা-

এই শূন্যপদে আবেদনের জন্য় বয়সসীমা ২৮ বছর থেকে ৩৭ বছর ধার্য করা হয়েছে।

নির্বাচন পদ্ধতি-

অনলাইন পরীক্ষা, সাইকোমেট্রিক টেস্ট, গ্রুপ ডিসকাশন ও ইন্টারভিউয়ের মাধ্য়মে যোগ্য প্রার্থীদর বেছে নেওয়া হবে। মোট ১৫০ মিনিটের পরীক্ষা হবে। ১৫০টি প্রশ্ন থাকবে, ২২৫ নম্বরের পরীক্ষা হবে ।

আবেদন ফি-

এই শূন্য়পদে আবেদন করার জন্য আবেদনকারীদের ৬০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। তবে জনজাতি, উপজাতি, বিশেষভাবে সক্ষম ও মহিলাদের মাত্র ১০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে।