Indian Railways Recruitment 2023: খেলাধুলোর সঙ্গে যুক্ত? ভারতীয় রেলওয়ে দিচ্ছে চাকরির সুযোগ, জানুন বিস্তারিত…

Indian Railways Recruitment 2023: সেন্ট্রাল রেলওয়ের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট ৬২টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। গ্রুপ সি-তে ২১টি শূন্যপদ রয়েছে, গ্রুপ ডি-তে ৪১টি শূন্যপদ রয়েছে।

Indian Railways Recruitment 2023: খেলাধুলোর সঙ্গে যুক্ত? ভারতীয় রেলওয়ে দিচ্ছে চাকরির সুযোগ, জানুন বিস্তারিত...
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Sep 23, 2023 | 8:13 AM

নয়া দিল্লি: যারা খেলাধুলোর সঙ্গে যুক্ত, তাদের জন্য দারুণ খবর। কেন্দ্রীয় সরকারে চাকরির সুযোগ। ভারতীয় রেলওয়ের তরফে ক্রীড়া জগতের বিভিন্ন বিভাগের খেলোয়াড়দের জন্য প্রকাশ করা হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। সেন্ট্রাল রেলওয়েতে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী আবেদনকারীরা ‘স্পোর্টস’ কোটার অধীনে আবেদন জানাতে পারেন। ইতিমধ্যেি এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদন পাঠানোর শেষ তারিখ ১৭ অক্টোবর। অনলাইনে এই শূন্যপদে আবেদন করা যাবে।

সেন্ট্রাল রেলওয়ের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট ৬২টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। গ্রুপ সি-তে ২১টি শূন্যপদ রয়েছে, গ্রুপ ডি-তে ৪১টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্য়তা-

এই শূন্যপদে আবেদনের জন্য আবেদনকারীদের  অবশ্যই সরকার স্বীকৃত কোনও শিক্ষা প্রতিষ্ঠান থেকে দশম বা দ্বাদশ শ্রেণি পাশ হতে হবে। ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেতে হবে।

বয়সসীমা-

এই শূন্যপদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীদের ন্যূনতম বয়স ১৮ বছর ও সর্বাধিক বয়স ২৫ বছর ধার্য করা হয়েছে।

আবেদন ফি-

এই শূন্যপদে আবেদনের জন্য় আবেদনকারীদের ৫০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। তবে জনজাতি, উপজাতি, মহিলা, সংখ্য়ালঘু ও আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির আবেদনকারীদের ক্ষেত্রে ২৫০ টাকা আবেদন ফি জমা দিতে হবে।