Cochin Shipyard Limited: কোচি শিপইয়ার্ডে ৩০০ অ্যাপ্রেন্টিস নিয়োগ, চলছে আবেদন প্রক্রিয়া

কোচি শিপইয়ার্ড লিমিটেড একাধিক পদে অ্যাপ্রেন্সিট হিসাবে নিয়োগ করবে। ইলেক্ট্রিশিয়ান, ফিটার, ওয়েল্ডার, মেকানিস্ট, ইলেক্টরনিক মেকানিক, পেন্টার, শিট মেটাল ওয়ার্কার-সহ একাধিক পদে নিয়োগ করা হবে। কোন পদে কত শূন্যপদ রয়েছে, তা বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে।

Cochin Shipyard Limited: কোচি শিপইয়ার্ডে ৩০০ অ্যাপ্রেন্টিস নিয়োগ, চলছে আবেদন প্রক্রিয়া
কোচি শিপইয়ার্ডImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Sep 24, 2023 | 7:02 AM

নয়াদিল্লি: কোচি শিপইয়ার্ড লিমিটেডে হবে নিয়োগ। ৩০০ জন অ্যাপ্রেন্টিস হিসাবে নিয়োগ করবে ওই সংস্থা। সফল আবেদনকারীদের চাকরি পাওয়ার পর এক বছর ট্রেনিং নিতে হবে। এই পদে আবেদন করতে হবে অনলাইনে। আবেদনের জন্য কী যোগ্যতা লাগবে। বয়সসীমা কী হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য উল্লেখিত হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে।

কোচি শিপইয়ার্ড লিমিটেড একাধিক পদে অ্যাপ্রেন্সিট হিসাবে নিয়োগ করবে। ইলেক্ট্রিশিয়ান, ফিটার, ওয়েল্ডার, মেকানিস্ট, ইলেক্টরনিক মেকানিক, পেন্টার, শিট মেটাল ওয়ার্কার-সহ একাধিক পদে নিয়োগ করা হবে। কোন পদে কত শূন্যপদ রয়েছে, তা বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে। এই সব পদে নিয়োগের পর ট্রেনিংয়ের সময় ৮ হাজার টাকা প্রতি মাসে স্টাইপেন্ড দেওয়া হবে।

২০ সেপ্টেম্বর থেকে এই পদের জন্য আবেদনগ্রহণ শুরু হয়েছে। ৪ অক্টোবর পর্যন্ত এই আবেদন করা যাবে। অনলাইনেই করতে হবে আবেদন। তবে আবেদনের পর কোনও হার্ডকপি কোনও পাঠাতে হবে না। অনলাইন আবেদনের পর যে অ্যাকলনেজ স্লিপ দেওয়া হবে, তা সঙ্গে রাখলেই হবে। এই পদে আবেদনের জন্য দশম শ্রেণির পরীক্ষা পাশ করার পাশাপাশি আইটিআই পাশ করতে হবে। এই লিঙ্কে ক্লিক করে দেখুন অফিসিয়াল বিজ্ঞপ্তি