AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CTET পরীক্ষার আবেদন প্রক্রিয়া কবে শুরু হবে জানুন

CTET exam: সিটিইটি পরীক্ষা আড়াই ঘণ্টার হবে। প্রথম পত্রে ৫টি বিভাগ থাকবে এবং দ্বিতীয় পত্রে ৪টি বিভাগ থাকবে। পরীক্ষাটি থাকায়-কলমে দিতে হবে। পরীক্ষায় (MCQ) ধরনের প্রশ্ন করা হবে। হিন্দি এবং ইংরেজি ভাষায় পরীক্ষা হবে। তবে প্রার্থীরা এই দুটি ভাষার যে কোনও একটি বেছে নিতে পারেন।

CTET পরীক্ষার আবেদন প্রক্রিয়া কবে শুরু হবে জানুন
Image Credit: AP
| Edited By: | Updated on: Nov 07, 2023 | 11:43 PM
Share

নয়া দিল্লি:  প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে শিক্ষক-শিক্ষিকা নিয়োগের জন্য সেন্ট্রাল টিচার্স এলিজিবিলিটি টেস্ট (CTET) পরীক্ষা নেওয়া হয়। এবছর এই পরীক্ষা হবে চলতি বছরের ডিসেম্বরে। পরীক্ষার জন্য আবেদন প্রক্রিয়া শীঘ্রই শুরু হতে পারে। এর জন্য শীঘ্রই CBSE বোর্ডের তরফে বিজ্ঞপ্তি জারি করা হবে। তারপর অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে। যদিও সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) এখনও পর্যন্ত পরীক্ষার বিষয়ে কোনও তথ্য প্রকাশ করেনি। তবে গত বছরের ভিত্তিতে এ তথ্য দেওয়া হচ্ছে।

২০২২ সালের কেন্দ্রীয় যোগ্যতা পরীক্ষার জন্য আবেদন প্রক্রিয়া ৩১ অক্টোবর ২০২২ থেকে শুরু হয়েছিল এবং আবেদনের শেষ তারিখ ছিল ২৪ নভেম্বর। অনলাইন ফর্ম পূরণ করার সময়, আপনি আবেদনপত্রে সংশোধনও করতে পারেন।

CTET 2023 পরীক্ষার প্যাটার্ন

CTET পরীক্ষা আড়াই ঘণ্টার হবে। প্রথম পত্রে ৫টি বিভাগ থাকবে এবং দ্বিতীয় পত্রে ৪টি বিভাগ থাকবে। পরীক্ষাটি থাকায়-কলমে দিতে হবে। পরীক্ষায় (MCQ) ধরনের প্রশ্ন করা হবে। হিন্দি এবং ইংরেজি ভাষায় পরীক্ষা হবে। তবে প্রার্থীরা এই দুটি ভাষার যে কোনও একটি বেছে নিতে পারেন।

প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর দেওয়া হবে। CTET-তে কোনও নেতিবাচক মার্কিং থাকবে না। এবছরের বিজ্ঞপ্তি দেখার জন্য প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট ctet.nic.in চেক করতে পারেন।