নয়া দিল্লি: শিক্ষকতার থেকে পবিত্র পেশা হয়তো আর কিছু হতে পারে না। করোনাকালে চাকরিতে নিয়োগ বন্ধ হয়ে গেলেও, সংক্রমণ কমতেই ফের একবার সামনে এসেছে একাধিক সুযোগ। এবার দিল্লি বিশ্ববিদ্যালয়েও তৈরি হল শিক্ষকতার দারুণ সুযোগ। দিল্লি বিশ্ববিদ্যালের অধীনে দয়াল সিং কলেজে সহকারি অধ্যাপক পদে নিয়োগ করা হবে। মোট ৭৯ টি শূন্যপদ রয়েছে। আবেদনের শেষ দিন ৩০ এপ্রিল। আবেদনকারীরা সরাসরি কলেজের ওয়েবসাইটে অর্থাৎ dsce.du.ac.in গিয়ে আবেদন করতে পারেন।
শূন্যপদের সংখ্যা – দয়াল সিং কলেজের সহকারি অধ্যাপক পদে মোট ৭৯টি শূন্যপদ রয়েছে।
আবেদনের শেষ দিন: ৩০ এপ্রিল।
আবেদনপত্রের খরচ:
শূন্যপদে আবেদনের জন্য ফি বাবদ ৫০০ টাকা খরচ হবে। অসংরক্ষিত পদ, আর্থিকভাবে দুর্বল ও ওবিসি শ্রেণির ক্ষেত্রে আবেদনের জন্য ৫০০ টাকা ফি দিতে হবে। তবে মহিলা, জনজাতি, উপজাতি শ্রেণি ও শারীরিকভাবে অক্ষম প্রার্থীদের আবেদনের জন্য কোনও ফি দিতে হবে না।
কীভাবে আবেদন করবেন?
প্রথমেই দিল্লি বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে সহকারি অধ্যাপক পদে নিয়োগের জন্য dsce.du.ac.in বা atolrec.du.ac.in ঢুকতে হবে।
এরপরে নিজের নাম রেজিস্টার করে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে।
এরপরে প্রয়োজনীয় যাবতীয় নথি জা দিতে হবে এবং অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে।
ওই আবেদন পত্রের একটি কপি প্রিন্ট আউট করে রাখবেন পরবর্তী প্রয়োজনের জন্য।
পরীক্ষা কবে হবে, এই সংক্রান্ত যাবতীয় তথ্য সরাসরি আবেদনকারীদের ও বিশ্ববিদ্যালয়-কলেজের ওয়েবসাইটেই জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: IB ACIO Recruitment 2022: ইন্টেলিজেন্স ব্যুরোতে চাকরির বিরাট সুযোগ! রয়েছে অনেকগুলি শূন্যপদ