AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IGNOU TEE ২০২৩-এর পরীক্ষাসূচি প্রকাশিত, জেনে নিন কবে থেকে পরীক্ষা শুরু

IGNOU: দুটি শিফটে পরীক্ষা নেওয়া হবে। প্রথম শিফট সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফট দুপুর ২টো থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে।

IGNOU TEE ২০২৩-এর পরীক্ষাসূচি প্রকাশিত, জেনে নিন কবে থেকে পরীক্ষা শুরু
ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি
| Edited By: | Updated on: Apr 14, 2023 | 3:42 PM
Share

নয়া দিল্লি: ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় (IGNOU) TEE ২০২৩-এর পরীক্ষাসূচি প্রকাশিত হল। ফাইনাল ইয়ারের এই পরীক্ষা ১জুন শুরু হবে এবং চলবে ৬ জুলাই, ২০২৩ পর্যন্ত। দুটি শিফটে পরীক্ষা নেওয়া হবে। প্রথম শিফট সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফট দুপুর ২টো থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে।

কীভাবে IGNOU TEE পরীক্ষার সূচি দেখবেন?

১) IGNOU TEE পরীক্ষার সূচি দেখতে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ignou.ac.in-এ যান। ২) ওয়েবসাইটের হোম পেজে ডাউনলোড লিঙ্কে ক্লিক করুন। ৩) জুন ২০২৩ ফাইনাল পরীক্ষার জন্য পরীক্ষার ফর্মের লিঙ্কে ক্লিক করুন। ৪) সুচিতি pdf ফরমেটে খুলবে এরপর এটি একটি প্রিন্ট আউট করে নিন।

অত্যাবশক বিষয়

১)পরীক্ষার্থীদের মনে রাখতে হবে, যে কোনও জরুরি কারণে শেষ মুহূর্তে পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলি যথাযথ ব্যবস্থা নেবে। ২) শীঘ্রই পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত করা হবে। ৩)অফিসিয়াল ওয়েবসাইট থেকেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে ৪) পরীক্ষার সময় অ্যাডমিট কার্ড সঙ্গে রাখা বাধ্যতামূলক।