ISI Recruitment 2022: মোটা অঙ্কের বেতন, কলকাতার এই সরকারি প্রতিষ্ঠানে চলছে কর্মী নিয়োগ, আবেদন করুন এখনই…
ISI Recruitment 2022: ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইন্সটিটিউটের তরফে জানানো হয়েছে সায়েন্টোমেট্রিক রিভিউ অব ম্যাথেমেটিক্যাস সায়েন্স রিসার্চ বিভাগে কর্মী নিয়োগ করা হবে।
কলকাতা: শুধু ভিন রাজ্যেই নয়, বর্তমানে পশ্চিমবঙ্গেও তৈরি হচ্ছে কর্মসংস্থানের একাধিক সুযোগ। সরকারি-বেসরকারি একাধিক ক্ষেত্রেই চলছে কর্মী নিয়োগ। এবার ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইন্সটিটিউটের তরফে কর্মী নিয়োগের কথা ঘোষণা করা হল। কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইন্সটিটিউটে রিসার্চ প্রকল্পের জন্য কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ডকুমেন্টেশন অ্যান্ড ইনফরমেশন সায়েন্স ডিভিশনের অধীনে লাইব্রেরিতে নিয়োগ করা হবে। এই পদে আবেদনের জন্য কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না। ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমেই কর্মী নিয়োগ করা হবে।
ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইন্সটিটিউটের তরফে জানানো হয়েছে সায়েন্টোমেট্রিক রিভিউ অব ম্যাথেমেটিক্যাস সায়েন্স রিসার্চ বিভাগে কর্মী নিয়োগ করা হবে। অস্থায়ী ভিত্তিতেই কর্মী নিয়োগ করা হবে। আবেদনকারীকে অবশ্যই ভারতীয় হতে হবে।
শূন্যপদের সংখ্যা-
মোট দুটি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। তবে চুক্তির ভিত্তিতে অস্থায়ী কর্মী নিয়োগ করা হবে।
পদ–
ক্য়াটেগরি-এ -র অধীনে প্রজেক্ট অ্যাসিস্টেন্ট পদে নিয়োগ করা হবে।
ক্যাটেগরি-বি -র অধীনে জুনিয়র প্রজেক্ট অ্যাসিস্টেন্ট পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা-
ক্য়াটেগরি-এ -র অধীনে প্রজেক্ট অ্যাসিস্টেন্ট পদে আবেদনকারীদের মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি, জুলজি, ফিজিওলজিতে স্নাতকোত্তর হতে হবে।
ক্যাটেগরি-বি -র অধীনে জুনিয়র প্রজেক্ট অ্যাসিস্টেন্ট পদে আবেদনকারীদের এমএসসি, বি.ই বা বিটেক ডিগ্রিপ্রাপ্ত হতে হবে।
বেতন-
প্রজেক্ট অ্যাসিস্টেন্ট পদে বেতন শুরু হবে ৩১ হাজার টাকা থেকে।
জুনিয়র প্রজেক্ট অ্যাসিস্টেন্ট পদে বেতন শুরু হবে ১৬ হাজার টাকা থেকে।
নিয়োগ পদ্ধতি-
ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। আগামী ৫ ডিসেম্বর সকাল ১০ টা থেকে ইন্টারভিউ শুরু হবে।
ইন্টারভিউয়ের ঠিকানা-
সেন্টার ফর সফ্ট কম্পিউটিং রিসার্চ, প্রথম তল, আর.এ ফিশার ভবন, ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্য়াল ইন্সটিটিউট, কলকাতা।