AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Israel-Hamas War: যুদ্ধে পৌষমাস ভারতীয় নির্মাণকর্মীদের, ইজরায়েলে ১ লক্ষ কর্মসংস্থানের সম্ভাবনা!

Israel-Hamas War: যুদ্ধের ফলে, এই নির্মাণকর্মীদের ওয়ার্ক পারমিট বাতিল করা হয়েছে। থমকে গিয়েছে বিবিধ ইজরায়েলি নির্মাণকাজ। এই অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শ্রমিক নিয়োগের কথা বিবেচনা করছে ইজরায়েলি নির্মাণ সংস্থাগুলি।

Israel-Hamas War: যুদ্ধে পৌষমাস ভারতীয় নির্মাণকর্মীদের, ইজরায়েলে ১ লক্ষ কর্মসংস্থানের সম্ভাবনা!
ভারতীয় নির্মাণ কর্মীদের চাইছে ইজরায়েলImage Credit: Twitter
| Edited By: | Updated on: Nov 08, 2023 | 1:26 PM
Share

তেল আবিব: ইজরায়েল-হামাস যুদ্ধের জেরে লাভবান হতে পারেন ভারতীয় নির্মাণকর্মীরা। ৭ অক্টোবর, যুদ্ধ শুরুর পর থেকে ইজরায়েলি নির্মাণ শিল্প ক্ষেত্রে ব্যাপক শ্রম সংকট দেখা দিয়েছে। ইজরায়েলের নির্মাণক্ষেত্রে প্রায় ৯০,০০০ প্যালেস্তিনীয় কর্মী কাজ করতেন। ইজরায়েলে যত নির্মাণকর্মী কাজ করেন, তার ২৫ শতাংশ। যুদ্ধের ফলে, এই নির্মাণকর্মীদের ওয়ার্ক পারমিট বাতিল করা হয়েছে। থমকে গিয়েছে বিবিধ ইজরায়েলি নির্মাণকাজ। এই অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শ্রমিক নিয়োগের কথা বিবেচনা করছে ইজরায়েলি নির্মাণ সংস্থাগুলি। সূত্রের খবর, ইজরায়েল সরকারের কাছে প্রায় ১ লক্ষ ভারতীয় কর্মীকে ওয়ার্ক পারমিট দেওয়ার জন্য অনুরোধ করেছে ইজরায়েল বিল্ডার্স অ্যাসোসিয়েশন।

ইজরায়েল বিল্ডার্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট হাইম ফিগলিন জানিয়েছেন, সরকারকে অনুরোধ জানানোর পাশাপাশি, তাঁরা এই বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা করছে। ফিগলিন বলেছেন, “আশা করি নির্মাণশিল্প ক্ষেত্রকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে ভারত থেকে প্রায় ৫০,০০০ থেকে ১,০০,০০০ কর্মীকে এই খাতে নিয়োগ করব আমরা।” তবে, ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। তবে, ইজরায়েল নির্মাণ ক্ষেত্রের যা অবস্থা, তাতে খুব শিগগিরই ভারতীয় কর্মীদের জন্য সুখবর আসতে পারে। এতদিন পর্যন্ত ইজরায়েলে যে সকল ভারতীয় কাজ করতে যেতেন, তাঁদের অধিকাংশই ‘কেয়ার গিভার’ হিসেবে কাজ করতেন। এবার সেই পেশার পাশাপাশি ইজরায়েলের নির্মাণ ক্ষেত্রেও ভারতীয় কর্মীদের দাপট দেখা যাবে বলে আশা করা হচ্ছে।

সূত্রের খবর, যুদ্ধের আগে প্রায় ৯০,০০০ প্যালেস্তিনীয় শ্রমিক ইস্রায়েলের বিভিন্ন নির্মাণ প্রকল্পে নিযুক্ত ছিলেন। যুদ্ধ শুরুর পর থেকে ইজরায়েলে তাদের কাজ করা নিষিদ্ধ করা হয়েছে। প্যালেস্তিনীয় এলাকাগুলি থেকে তাঁদের ইজরায়েলে প্রবেশই করতে দেওয়া হচ্ছে না। এদিকে সস্তার শ্রমিকের জোগানের জন্য গোটা বিশ্বেই ভারতের পরিচিতি রয়েছে। ফলে, ভারতই প্যালেস্তিনীয় কর্মীদের সঠিক বিকল্প হবে বলে মনে করছে ইজরায়েলি সংস্থাগুলি। চলতি বছরের মে মাসে ভারত সফরে এসেছিলেন ইজরায়েলের বিদেশমন্ত্রী এলি কোহেন। সেই সময়, দুই দেশের মধ্যে শ্রম বিষয়ে এক চুক্তি সাক্ষরিত হয়েছিল। এই চুক্তি অনুযায়ী, বর্তমানে ইজরায়েলে নির্মাণ এবং নার্সিং সেক্টরে ৪২,০০০ ভারতীয় কর্মী কাজ করতে পারেন। এবার কি নির্মাণ সংস্থাদের দাবি মেনে এই সংখ্যা বাড়াবে তেল আবিব, সেটাই এখন দেখার।