Government Job: কেন্দ্রীয় সরকারি চাকরিতে নিয়োগ শুরু, কীভাবে আবেদন করবেন?

Government Job: বিভিন্ন পদে নিয়োগ করা হবে। পোস্টিং হবে মুম্বইতে। কারা আবেদন করতে পারবেন, কোন ঠিকানায় পাঠাতে হবে আবেদনপত্র, জেনে নিন সব খুঁটিনাটি তথ্য।

Government Job: কেন্দ্রীয় সরকারি চাকরিতে নিয়োগ শুরু, কীভাবে আবেদন করবেন?
প্রতীকী চিত্রImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Oct 01, 2023 | 6:54 AM

গত কয়েক মাসে একাধিক সংস্থা থেকে এসেছে ছাঁটাই করার খবর। বড় বড় সংস্থাতেও কর্মহীন হয়েছেন বহু মানুষ। এরই মধ্যে চাকরি প্রার্থীদের জন্য ভাল খবর। নিয়োগ শুরু হচ্ছে কেন্দ্রীয় সরকারি মন্ত্রকে। একাধিক পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তথ্য ও প্রযুক্তি মন্ত্রকে বর্তমানে একাধিক শূন্যপদ রয়েছে। সেখানেই নিয়োগ করা হবে।

জানা গিয়েছে মোট ৩৯টি শূন্যপদে হবে নিয়োগ। পোস্টিং হবে মুম্বইতে।

কোন পদে কত নিয়োগ

এএও (AAO)- ১টি শূন্যপদ

পিএস স্টেনো- ২টি শূন্যপদ

সিনিয়র অ্যাকাউন্ট্যান্ট- ২১টি শূন্যপদ

স্টেনো- ১টি শূন্যপদ

লোয়ার ডিভিশন ক্লার্ক- ১২টি শূন্যপদ

এমটিএস- ২টি শূন্যপদ

কোনও কেন্দ্র বা রাজ্য সরকারি দফতরে, মন্ত্রকে কাজ করেন এমন ব্যক্তিরাও আবেদন করতে পারবেন। ৫৬ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

Jt. Controller of Communication Accounts, O/o Pr. CCA Mumbai, Mumbai- 01- এই ঠিকানায় আবেদনপত্র ও অ্যাটেস্ট করা নথি পাঠাতে হবে আগামী ৩১ অক্টোবরের মধ্যে। দেরি না করে অবিলম্বে এই ঠিকানায় প্রয়োজনীয় নথি পাঠিয়ে দিন।