Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

AIIMS Recruitment 2023: স্নাতক পাশেই কল্যাণী এইমসে চাকরির সুযোগ, শীঘ্রই আবেদন করুন

Kalyani AIIMS: স্নাতক পাশেই মিলবে কল্যাণী এইমস-এ চাকরি। শতাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কল্যাণী এইমস। সরাসরি, ডেপুটেশন ও চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। এইমস কল্যাণীর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন।

AIIMS Recruitment 2023: স্নাতক পাশেই কল্যাণী এইমসে চাকরির সুযোগ, শীঘ্রই আবেদন করুন
কল্যাণী এইমসে শতাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 22, 2023 | 1:50 AM

কল্যাণী: AIIMS-এ চাকরি করতে চান? স্নাতক পাশেই মিলবে কল্যাণী AIIMS-এ চাকরি। শতাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কল্যাণী AIIMS। সরাসরি, ডেপুটেশন ও চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। AIIMS কল্যাণীর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন। আবেদনের শেষ তারিখ আগামী ১৩ সেপ্টেম্বর। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করুন।

শূন্যপদ 

বিভিন্ন বিভাগের গ্রুপ বি এবং সি পদে ১২০টি পদে নিয়োগ হবে। স্টেনোগ্রাফার, আপার ডিভিশন ক্লার্ক, টেকনিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, স্টোর অফিসার সহ বিভিন্ন পদে নিয়োগ করা হবে।

বয়স

বিভিন্ন পদের প্রার্থীদের বয়স আলাদা । তবে সর্বনিম্ন বয়সসীমা ২১ বছর এবং সর্বোচ্চ বয়স ৩৫ বছর ধার্য করা হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

প্রতিটি পদের জন্য পৃথক যোগ্যতা রয়েছে। টেকনিশিয়ান পদের জন্য ইঞ্জিনিয়ারিংয়ে বিশেষ ডিগ্রি আবশ্যক হলেও স্নাতক পাশ করলেই কল্যাণী এইমসে চাকরির সুযোগ রয়েছে।

আবেদন ফি

সাধারণ, ওবিসি প্রার্থীদের আবেদন ফি ১০০০ টাকা। এসসি/এসটি প্রার্থীদের আবেদন ফি ৫০০ টাকা। PwBD বিভাগের প্রার্থীদের আবেদন ফি লাগবে না।

আরও বিস্তারিত জানতে AIIMS কল্যাণীর অফিসিয়াল ওয়েবসাইটের বিজ্ঞপ্তি দেখুন।