Kolkata Police Recruitment 2023: কলকাতা পুলিশে চাকরির সুযোগ, অষ্টম শ্রেণি পাশ হলেই করুন আবেদন
Kolkata Police Recruitment 2023: কলকাতা পুলিশের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ড্রাইভার বা গাড়ির চালক পদে কর্মী নিয়োগ করা হবে। মোট ৪১২টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

কলকাতা: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কর্মী নিয়োগ করা হচ্ছে কলকাতা পুলিশে। ইতিমধ্যেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, গাড়ির চালক পদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী আবেদনকারীরা সরাসরি কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট kolkatapolice.gov.in– এ গিয়ে আবেদন জানাতে পারেন।
কলকাতা পুলিশের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ড্রাইভার বা গাড়ির চালক পদে কর্মী নিয়োগ করা হবে। মোট ৪১২টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
আবেদন পাঠানোর শেষ তারিখ ৯ অক্টোবর।
নিয়োগ প্রক্রিয়া-
ড্রাইভিং টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্য়মে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা-
আবেদনকারীকে সরকার স্বীকৃত কোনও শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম অষ্টম শ্রেণি পাশ হতে হবে।
বয়সসীমা-
আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
আবেদন প্রক্রিয়া-
আবেদনকারীদের ফর্ম পূরণ করে ড্রপ বক্সে জমা দিতে হবে। আবেদন জমা দিতে হবে এই ঠিকানায়-
পুলিশ ট্রেনিং স্কুল, ২৪৭, এজেসি বোস রোড, কলকাতা-৭০০০২৭।
নির্বাচন পদ্ধতি-
ড্রাইভিং টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। বাছাই করা প্রার্থীদের কলকাতা পুলিশের হাসপাতাল থেকে মেডিক্যাল টেস্ট করানো হবে।
