Bank Recruitment: হাতে আর মাত্র একদিন, শিগগির এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চাকরির জন্য করুন আবেদন
Bank Recruitment: ১৪৭ পদে নিয়োগে করছে সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া। ১৫ মার্চের মধ্যে করতে হবে আবেদন।
একাধিক ভিন্ন পদে কর্মী নিয়োগ করছে সেন্ট্রাল ব্যাঙ্ক। ম্য়ানেজেরিয়াল পদে করা হচ্ছে নিয়োগ। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনেই করতে পারেন আবেদন। সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়ে অনলাইনেই আবেদন করতে পারেন প্রার্থীরা। এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জেনে নিন-
নিয়োগকারী সংস্থা:
সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Central Bank of India)
শূন্যপদের সংখ্যা:
মোট ১৪৭ টি পদে নিয়োগ করা হচ্ছে
পদের নাম:
CM – IT (Technical) পদে ১৩ জন, SM – IT (Technical) পদে ৩৬ জন, Man – IT (Technical) পদে ৭৫ জন, AM – IT (Technical) পদে ১২ জন, CM (Functional) পদে ৫ জন এবং SM (Functional) পদে ৬ জন নিয়োগ করা হচ্ছে।
নির্বাচন প্রক্রিয়া:
লিখিত পরীক্ষা, ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। লিখিত পরীক্ষায় যারা পাশ করবেন তাঁদের পরবর্তী ধাপে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
আবেদনমূল্য:
সব ক্যাটেগরির প্রার্থীদের ১৮ শতাংশ জিএসটি সহ আবেদনমূল্য় বাবদ ১ হাজার টাকা দিতে হবে। তবে SC/ST/PWBD/মহিলা প্রার্থীদের কোনও আবেদনমূল্য় দিতে হবে না।
আবেদনের শেষ তারিখ:
১৫ মার্চ অবধি করা যাবে আবেদন। অর্থাৎ, হাতে মাত্র একদিনই রয়েছে। এখনও আবেদন না করলে শিগগির এই পদে করুন আবেদন।
এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জানতে ক্লিক করুন