Metro Railway Recruitment 2023: মাধ্যমিক পাশেই কলকাতায় মেট্রোয় চাকরির সুযোগ, এইভাবে করুন আবেদন
Metro Railway Recruitment 2023: এবার কলকাতা মেট্রোতে মিলছে চাকরির সুযোগ। মেট্রো রেলওয়ের তরফে জানানো হল, ১২৯টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। মাধ্যমিক পাশ হলেই এই শূন্যপদে আবেদন করা যাবে। ইতিমধ্যেই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদন পাঠানোর শেষ তারিখ ৪ জানুয়ারি, ২০২৪।
কলকাতা: দেশের সবথেকে পুরনো মেট্রো কলকাতা মেট্রোরেল। কেন্দ্রের অধীনস্থ কলকাতা মেট্রোরেল। এবার কলকাতা মেট্রোতে মিলছে চাকরির সুযোগ। মেট্রো রেলওয়ের তরফে জানানো হল, ১২৯টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। মাধ্যমিক পাশ হলেই এই শূন্যপদে আবেদন করা যাবে। ইতিমধ্যেই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদন পাঠানোর শেষ তারিখ ৪ জানুয়ারি, ২০২৪।
শূন্যপদ-
কলকাতা মেট্রোর প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট ১২৯টি শূন্যপদে আবেদন করা যাবে। এরমধ্যে-
ফিটার- ৮৩টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
ইলেকট্রিশিয়ান- ২৮টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
মেকানিস্ট- ৯টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
ওয়েল্ডার- ৯টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা-
আবেদনকারীকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক পাশ হতে হবে। এছাড়া তাদের অবশ্যই আইটিআই সার্টিফিকেট থাকতে হবে।
আবেদন জমা দেওয়ার শেষ তারিখ-
এই শূন্যপদে আবেদন করার শেষ তারিখ ৪ জানুয়ারি ২০২৪।
আবেদন ফি-
এই শূন্যপদে আবেদন করার জন্য ১০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। পোস্টাল অর্ডারের মাধ্যমে এই আবেদন ফি জমা দিতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা-
মুখবন্ধ খামে যথাযথ নথি সহ আবেদন পত্র পাঠাতে হবে এই ঠিকানায়-
চিফ পার্সোনেল অফিসার, মেট্রো রেল ভবন, ৩৩/১, জওহরলাল নেহরু রোড, কলকাতা-৭০০৭১।